বনগাঁ, 31 মার্চ : ঢাক-ঢোল বাজিয়ে শোভাযাত্রার পর বনগাঁ মহকুমা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূলের তিন প্রার্থী ৷ বনগাঁ উত্তরের প্রার্থী শ্যামল রায়, বনগাঁ দক্ষিণের প্রার্থী আলো রানী সরকার ও বাগদার প্রার্থী পরিতোষ সাহা একসঙ্গে জমা দেন ৷ শোভাযাত্রায় যেমন ছিল ভিড়, তেমনই ছিল প্রার্থীদের জেতার আত্মবিশ্বাস ৷
বুধবার দুপুরে বনগাঁ ত্রিকোণ পার্কে থেকে বর্ণাঢ্য মিছিল করে মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিতে আসেন তাঁরা । তাঁদের সঙ্গে গাইঘাটার প্রার্থী নরোত্তম বিশ্বাসের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল ৷ কিন্তু ব্যক্তিগত কারণে তিনি কাল জমা দিচ্ছেন ৷
মনোনয়নপত্র জমা দিতে এসে বনগাঁ উত্তরের প্রার্থী শ্যামল রায় বলেন,"আজকের জনপ্লাবন বলছে আমরাই জিতছি । কোন শত্রু ছোট নয়, সবাই আমার শত্রু, সবাই বড়, তাদের সঙ্গে লড়াই হবে । আমি জিতছি 100 শতাংশ ।" "খেলা হবে" প্রসঙ্গে তিনি বলেন, "খেলা হবে স্লোগানকে বিকৃত করা হচ্ছে । কিন্তু আমরা উন্নয়নের খেলা খেলছি ।"