স্বরূপনগর, 21 এপ্রিল: আগামিকাল অর্থাৎ 22 এপ্রিল বৃহস্পতিবার রাজ্যে ষষ্ঠ দফা নির্বাচন হতে চলেছে চার জেলায় ৷ নির্বাচন হবে উত্তর দিনাজপুর, নদিয়া, উত্তর 24 পরগনা এবং পূর্ব বর্ধমান জেলার 43টি বিধানসভার মোট 10 হাজার 897টির বুথে ৷ প্রার্থী সংখ্যা সব মিলিয়ে 306 জন ৷ এর মধ্যে আছে স্বরূপনগর ও বাদুড়িয়া বিধানসভাও ৷ বুধবার শেষ পর্বের প্রস্তুতিতে ব্যস্ত দুই বিধানসভার ভোট কর্মীরা ৷ এদিন সকাল থেকেই ভোট কর্মীরা ইভিএম নিয়ে রওনা হয়েছেন স্বরূপনগর এবং বাদুড়িয়ার দিকে ।
এদিন সকাল সাড়ে দশটা নাগাদ বাদুড়িয়ার দিলীপ মেমোরিয়াল হাইস্কুল এবং স্বরূপনগরের মালঙ্গপাড়া হাইস্কুল থেকে ইভিএম নিয়ে নির্ধারিত ভোটকেন্দ্রের দিকে রওনা দিলেন ভোটকর্মীরা ৷ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী দুই বিধানসভায় গোটা প্রক্রিয়াটিই থাকল কড়া নিরাপত্তায় মোড়া ৷