জগদ্দল, 4 এপ্রিল : জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরিন্দম ভট্টাচার্যর প্রচারের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে ভাটপাড়া 32 নম্বর ওয়ার্ডের মাদ্রাল একতা সংঘের ক্লাবঘর সংলগ্ন এলাকায় ৷
গতরাতেই ওই এলাকায় অরিন্দম ভট্টাচার্যের নামে পোস্টার ও ব্যানার লাগিয়েছিলেন স্থানীয় বিজেপি কর্মীরা ৷ আজ সকাল হতেই দেখা যায় বেশ কিছু ব্যানার ছেঁড়া অবস্থায় পড়ে রয়েছে ৷ কয়েকটি খুঁজেও পাওয়া যাচ্ছে না বলে দাবি বিজেপি কর্মীদের ৷