পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোটের আগে খড়দহে বোমা উদ্ধারের ঘটনাকে গোপন রাখার হুমকি দিল পুলিশ - police

দু'দিন পরেই খড়দহে ভোট ৷ তার আগেই বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায় ৷ বম্ব স্কোয়াডের পরিবর্তে পুলিশ এসে উদ্ধার করে এই বোমা ৷ সেই সঙ্গে এই ঘটনা জানাজানি না করতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ।

West Bengal Election 2021
খড়দহে বোমা উদ্ধার

By

Published : Apr 20, 2021, 1:21 PM IST

খড়দহ , 20 এপ্রিল : বৃহস্পতিবার ষষ্ঠ দফার ভোট ৷ ওইদিন ভোট হবে খড়দহতেও ৷ আর বাকি মাত্র দু'দিন ৷

এরই মধ্যে খড়দহ থানার পুরানো বাজার এলাকা থেকে উদ্ধার বোমা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়দহ থানার পুলিশ ৷ বম্ব স্কোয়াডের লোক নয়, বোমা উদ্ধার করেন সাদা পোশাকধারী পুলিশ ৷ প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এই ঘটনা জানাজানি না করতে হুমকি দিয়েছে পুলিশ।

বোমাগুলি উদ্ধার করা হয় সুখলাল আনসারি নামে এক ব্যক্তির বাড়ি থেকে ৷ জানা গিয়েছে, ওই ব্যক্তি ভাড়া থাকতেন সেখানে ৷ বাড়ির মালিক থাকতেন অনত্র‍্য ৷

বাড়ির মালিক কোনও অনুষ্ঠান উপলক্ষ্যে গৃহ সংস্কারের জন্যে ঘর খুললে দেখতে পান বোমাগুলি ৷ সঙ্গে সঙ্গে তিনি ফোন করেন খড়দহ থানায় ৷ এরপরই ওই বোমা উদ্ধার করতে ঘটনাস্থলে যায় পুলিশ ৷ এই তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায় ৷

ABOUT THE AUTHOR

...view details