বনগাঁ , 14 এপ্রিল :রোড শো সম্পূর্ণ না করেই মাঝপথ থেকে ফিরে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি । বুধবার উত্তর 24 পরগনার বনগাঁ এলাকার চাকদা পুরোনো বাসস্ট্যান্ড থেকে রোড শো শুরু হয় বিজেপির ৷ এরপর তা ত্রিকোণ পার্ক হয়ে বাটার মোড়ের দিকে যেতেই কোর্ট রোডের পেট্রোল পাম্পের কাছে বক্তব্য রেখে রোড শো অসম্পূর্ণ রেখেই গাড়ী থেকে নেমে যান নাড্ডা।
বনগাঁ উত্তর ও দক্ষিণ বিধানসভায় বিজেপি প্রার্থীদের সমর্থনে এদিন রোড শো করতে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। দুপুর 12:35 নাগাদ বনগাঁ কিষাণ মান্ডির স্থায়ী হেলিপ্যাডে নাড্ডার হেলিকপ্টার নামে। সেখান থেকে 12:40 নাগাদ পুরোনো চাকদা বাসস্ট্যান্ড থেকে কয়েক হাজার কর্মী-সমর্থক নিয়ে রোড শো শুরু করেন তিনি।
রোড-শো তে নাড্ডার সঙ্গে উপস্থিত ছিলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর সহ বনগাঁ উত্তরের প্রার্থী অশোক কীর্তনীয়া, বনগাঁ দক্ষিণের প্রার্থী স্বপন মজুমদার ও বাগদা বিধানসভার প্রার্থী বিশ্বজিৎ দাস। এর মধ্যে উপস্থিত ছিলেন না গাইঘাটার প্রার্থী সুব্রত ঠাকুর ।
রোড শো বনগাঁ ত্রিকোণ পার্ক ঘুরে বাটার মোড়ের দিকে যেতেই কোর্ট মোড়ের পেট্রোল পাম্পের কাছে কর্মীদের উদ্দেশ্যে কিছু সময় বক্তব্য রেখে গাড়ী থেকে নেমে যান নাড্ডা। তিনি বলেন, "এই রোড-শো তে রোদে গরমের মধ্যে আপনারা এত বড় সংখ্যায় এসেছেন এবং উৎসবের মতো নির্বাচন করছেন এটা বলে দেয় আপনারা অশোক, বিশ্বজিৎ ও স্বপন কে আশীর্বাদ দেওয়ার জন্য মন স্থির করে নিয়েছেন।"