পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কামারহাটিতে সায়নদীপের সমর্থনে প্রচারে মীনাক্ষী - Minakshi Mukherjee campaigns for Sayandeep Mitra

প্রায় তিন ঘণ্টা ধরে বাইক মিছিল কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে ৷

West Bengal Assembly Election 2021
ছবি

By

Published : Apr 11, 2021, 10:50 PM IST

কামারহাটি, 11 এপ্রিল :কামারহাটিতে বাম প্রার্থী সায়নদীপ মিত্রর সমর্থনে প্রচারে মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ আজ সায়নদীপ মিত্রর সমর্থনে বাইক মিছিল শুরু হয় নন্দন নগর বটতলা থেকে ৷ এরপর যতীন দাস নগর, বেলঘড়িয়া, দেশপ্রিয় নগর, কামারহাটি হয়ে আড়িয়াদহে দক্ষিণেশ্বরের মে দিবস কলোনিতে শেষ হয় রোড শো ৷

প্রায় তিন ঘণ্টা ধরে এই বাইক মিছিল কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে ৷ এই বাইক মিছিলে উপস্থিত ছিলেন ছাত্র যুব সংগঠনের জেলা রাজ্যস্তরে নেতৃত্ব এবং চলচ্চিত্রজগতের শিল্পীরা ৷ ছিলেন শ্রীলেখা মিত্র এবং টালিগঞ্জের সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ ৷

আরও পড়ুন : বাকি 6 দফায় বাম প্রচারের পোস্টার গার্ল মীনাক্ষী

এসএফআইয়ের সর্বভারতীয় সম্পাদক ময়ূখ বিশ্বাস, ডিওয়াইএফআই রাজ্য সভানেত্রী এবং নন্দীগ্রামে সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়, ডিওয়াইএফআই উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক দিলীপ সাহা, অভিজিৎ অধিকারী, ঋতুপর্ণা মিত্র সহ অন্যান্যরা ৷

ABOUT THE AUTHOR

...view details