অশোকনগর, 4 এপ্রিল : নির্বাচন যত এগিয়ে আসছে অশোকনগরে রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে। তৃণমূলের ফ্ল্যাগ ও ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার অশোকনগর পৌর এলাকায়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে অশোকনগর থানার পুলিশ ৷
ভোট প্রচারের জন্য অশোকনগর পৌর এলাকা জুড়ে তৃণমূল প্রার্থী নারায়ন গোস্বামী সমর্থনে ফ্লাগ-ফেস্টুন লাগিয়েছিল তৃণমূল কর্মী সমর্থকরা। অভিযোগ শনিবার রাতে বিজেপির দুই কর্মী শান্তি ঘোষ ও অমিত দাস মদ্যপ অবস্থায় সেই ফ্লাগ ফেস্টুন ছিঁড়ে দেয় এবং এলাকায় অশান্তির বাতাবরণ সৃষ্টির চেষ্টা করে। আজ সকালে তৃণমূল কর্মীরা এলাকার বিভিন্ন জায়গায় তাদের পতাকা ও ফেস্টুন পরে থাকতে দেখে। তৃণমূলের পক্ষ থেকে অশোকনগর থানায় ওই দুই বিজেপি কর্মীর নামে অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করছে পুলিশ।
ফ্ল্যাগ ছেঁড়াকে কেন্দ্র করে অশোকনগরে রাজনৈতিক উত্তাপ তৃণমূল নেতা অনুপ রায় বলেন, "এই এলাকায় আগে দু'বার বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তী ভোটে দাঁড়িয়ে হেরে গিয়েছেন। আবারও হারার ভয়ে তারা বিজেপি কর্মীদের দিয়ে তৃণমূলের পতাকা ও ফেস্টুন ছিঁড়ে দিচ্ছে। এলাকায় অশান্তি বাতাবরণ সৃষ্টির চেষ্টা করছে। আমরা বিষয়টি প্রশাসনের কাছে জানিয়েছি। অভিযুক্ত দু'জনকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছি ৷ প্রশাসন ব্যবস্থা না নিলে অশোকনগর জুড়ে রাস্তা অবরোধ শুরু করব।"
এবিষয়ে অশোকনগরের বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তী বলেন, "কে কী করেছে আমার জানা নেই । তবে অশোকনগরে আমাদের কর্মীদের উপরে যেভাবে অত্যাচার চলছে তাতে কর্মীদের মধ্যে একটু ক্ষোভ জমেছে । যদি কেউ ভুল করে থাকে তবে আমি গিয়ে বিষয়টি দেখে নিচ্ছি।"
প্রসঙ্গত, এর আগেও দু'বার অশোক নগর এলাকায় তৃণমূলের ফেস্টুন ছিঁড়ে দেওয়া ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে মাটি লেপে দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। অন্যদিকে আবার দলীয় পতাকা লাগাতে গিয়ে মার খেয়েছিন বিজেপির কর্মী-সমর্থকেরা। সব মিলিয়ে ভোট যত এগিয়ে আসছে অশোকনগরের রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে।