বারাসত, 4 এপ্রিল: এবার নির্বাচন কমিশনের আওতাধীন কেন্দ্রীয় বাহিনীর সমালোচনায় মুখর হলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার । রবিবার বারাসতে দলীয় এক কর্মসূচিতে যোগ দেওয়ার পর ইটিভি-ভারতের মুখোমুখি হলেন তিনি ৷
কাকলি বলেন, "২০১৯ সালের লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ সিআরপিএফে-র ভূমিকা নিজেই প্রত্যক্ষ করেছিলাম । সেই সময় দেগঙ্গার নুরনগরের একটি বুথে সিআরপিএফ বন্দুক উঁচিয়ে ভোটারদের বলছে কমল-মে বোতাম দাবাই-য়ে । সিআরপিএফের কাজ এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা । আমরা তার জন্য তাঁদের শ্রদ্ধা করি । কিন্তু সিআরপিএফ পাঠিয়ে কেন্দ্রীয় সরকার যদি মনে করে বন্দুক উঁচিয়ে গায়ের জোরে বিজেপির পক্ষে ভোট করাবে,আমরা তার তীব্র নিন্দা করি । নির্বাচন কমিশনের উচিত সেদিকে নজর দিয়ে সুষ্ঠু ও অবাধ ভোট করানো ৷"
তৃণমূলের বিদায়ী কাউন্সিলর অরুণ ভৌমিক সহ দলের কর্মী সমর্থকদের উপর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে এদিন বিকেলে মৌন মিছিল হয় শাসকদলের তরফে । বারাসতের ডিপটিউওয়েল বাজার থেকে শুরু হয় এই মিছিল । হাতে মশাল ও মুখে কালো কাপড় বেঁধে এই কর্মসূচির নেতৃত্ব দেন স্থানীয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদার । ছিলেন বেশ কয়েকটি ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলররাও । সেই মৌন মিছিল পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে শেষ হয় সূর্যসেন পল্লিতে । সেখানে এক প্রতিবাদ সভাও আয়োজিত হয় তৃণমূলের তরফে । মিছিল ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন পুলিশি নিরাপত্তাও জোরদার করা হয়েছিল ।