দেগঙ্গা, 29 মার্চ : সংযুক্ত মোর্চার দুই শরিক আইএফএস ও ফরওয়ার্ড ব্লকের দ্বন্দ্বের মধ্যেই সোমবার দেগঙ্গা কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দিলেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী হাসানুর জামান চৌধুরী । আগে এই কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন আইএসএফের করিম আলি । ফলে, মোর্চার দুই শরিক আইএসএফ ও ফরওয়ার্ড ব্লক দু'পক্ষই এবারের নির্বাচনে সম্মুখ সমরে । আইএসএফ ও ফরওয়ার্ড ব্লক, তৃণমূল ও বিজেপি প্রত্যেকেই দেগঙ্গা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করায় জমে উঠেছে ভোট রাজনীতি ।
1977 সাল থেকে এই কেন্দ্র থেকে ভোটে লড়াই করে আসছে বাম শরিক ফরওয়ার্ড ব্লক । বাম আমলে এই কেন্দ্র থেকে জয়ী হয়ে ফরওয়ার্ড ব্লকের বিধায়ক থেকে মন্ত্রী সবকিছুই হয়েছে । এমনকি, তৃণমূলে যোগ দেওয়া একসময়ে ফরওয়ার্ড ব্লকের জেলা নেতা মোর্তজা হোসেনও মন্ত্রী হয়েছিলেন দেগঙ্গা কেন্দ্র থেকে থেকে জয়ী হয়ে । রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পরও এই কেন্দ্র থেকে প্রার্থী দিয়ে আসছে ফরওয়ার্ড ব্লক । কিন্তু এবার বাম,কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর পরই সংখ্যালঘু অধ্যুষিত দেগঙ্গা আসনটি দাবি করে সংযুক্ত মোর্চার আইএসএফ ।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরে লড়াই করা এই আসনটি ছাড়তে মোটেই রাজি ছিল না বাম শরিক ফরওয়ার্ড ব্লক । যার ফলে দ্বন্দ্ব তৈরি হয় সংযুক্ত মোর্চার ওই দুই শরিকের মধ্যে । দ্বন্দ্বের মাঝেই ওই কেন্দ্রে নিজেদের আসন দাবি করে প্রার্থী ঘোষণা করে দেয় আইএসএফ ও ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব । আইএসএফের হয়ে লড়াইয়ের ময়দানে নেমেছে স্থানীয় নেতা করিম আলি । আর ফরওয়ার্ড ব্লকের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্থানীয় হাসানুর জামান চৌধুরী ।
আরও পড়ুন : নন্দীগ্রামের রায়ের আগে শান্তিকুঞ্জে ফাটল ধরানোর চেষ্টা মমতার