হাসনাবাদ, 21 এপ্রিল : ভোট মিটতেই সংঘর্ষে জড়াল তৃণমূল-বিজেপি ৷ তৃণমূল কর্মীদের ব্যাপক মারধর ও বোমাবাজির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ৷ ঘটনায় আক্রান্ত দু'পক্ষের 7 জন ৷ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমা হাসনাবাদ থানার ভবানীপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মডেল বাজার এলাকায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাসনাবাদ থানার পুলিশ ।
এদিন সকাল ন'টা নাগাদ মস্তান গাজি, রমজান গাজি ও নজরুল ইসলাম সর্দার সহ সাতজন তৃণমূল কর্মী সমর্থক মডেল এলাকায় যান ৷ যাওয়া মাত্রই ওই এলাকার প্রভাবশালী বিজেপি নেতার নির্দেশে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের ঘিরে রাখে বলে অভিযোগ ৷ ঘিরে রাখার পর তাঁদের ব্যাপক মারধর করে হাত-পা ভেঙে দেওয়া হয় বলে জানিয়েছে ওই তৃণমূল কর্মীরা ৷
ওই এলাকায় বোমাবাজি হয় এবং বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ ৷ সেই গুলি তৃণমূল কর্মী মস্তান গাজির গায়ে এসে লাগতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷