পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব্যারাকপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, চলল গুলি ; রিপোর্ট তলব কমিশনের - wb vote 2021

ব্যারাকপুর মহকুমা শাসকের অফিসে নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ।

বারাকপুর তৃণমূল-বিজেপি খন্ডযুদ্ধ
বারাকপুর তৃণমূল-বিজেপি খন্ডযুদ্ধ

By

Published : Mar 31, 2021, 4:17 PM IST

Updated : Mar 31, 2021, 9:16 PM IST

ব্যারাকপুর, 31 মার্চ : মনোনয়ন জমা ঘিরে বিজেপি-তৃণমূল সংঘর্ষ ব্যারাকপুরে ৷ গুলি চলার অভিযোগও ওঠে ৷ পরিস্থিতি সামলাতে এলাকায় পুলিশের লাঠিচার্জ ৷

ব্যারাকপুর প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ৷ এদিন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী চন্দ্রমণি শুক্লা ও তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী মনোনয়ন জমা দিতে আসেন। রাজ মহকুমা শাসকের অফিসে ঢোকার পরই দুপক্ষের সংঘর্ষ বাধে। চলে ইটবৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করতে হয় পুলিশকে।

এরপর বিজেপির বীজপুর কেন্দ্রের প্রার্থী শুভ্রাংশু রায়ও মনোনয়ন জমা দিতে আসেন । একের পর এক প্রার্থী বেরিয়ে আসত থাকলে আবার নতুন করে উত্তেজনা বাধে ৷ উত্তেজনা ছড়ায় শুভ্রাংশু রায় বেরোতেই ৷ এই সময় বিজেপি ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকায় ৷ বিবাদ বেড়ে হাতাহাতির আকার নেয় ৷ এই সময় তৃণমূলের এক কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে ৷ জখম হয় একাধিক ব্যক্তি ৷ ঘটনায় নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে ৷

ব্যারাকপুরে তৃণমূল-বিজেপি খণ্ডযুদ্ধ

আরও পড়ুন : নিমতিতা বিস্ফোরণকাণ্ডে ইউএপিএ ধারা যোগ করল এনআইএ

ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুপক্ষের বেশ কয়েকজনকে ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি বন্দুক ।

Last Updated : Mar 31, 2021, 9:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details