নৈহাটি , 15 এপ্রিল : নৈহাটিতে বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি ৷ অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে ৷ যদিও, ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি ৷ ঘটনার তদন্তে নেমেছে নৈহাটি থানার পুলিশ ৷
বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকে রাজ্যে একের পর এক ঘটে চলেছে বোমাবাজি , হানাহানি, গুলি ছোড়াছুড়ির মতো ঘটনা ৷ গতকাল নৈহাটির মামুদপুরের ছবিটাও ছিল সেরকমই ৷ জগদ্দল বিধানসভার নৈহাটি থানার মামুদপুর গ্রামের ঘটনা ৷ গতকাল রাতে পঞ্চায়েতের 23 নম্বর বুথে বিজেপি কর্মীরা ব্যানার ও পতাকা লাগাচ্ছিল । অভিযোগ, সেই সময় দুই-তিনজন দুষ্কৃতী তাদের লক্ষ্য করে বোমা ছোড়ে। তারপরই ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায় ।