দত্তপুকুর, 20 এপ্রিল : নির্বাচনের আগে উত্তপ্ত হল উত্তর 24 পরগনার আমডাঙা বিধানসভা কেন্দ্র ৷ বিজেপি প্রার্থীর এজেন্টের বাড়িতে বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হল দত্তপুকুর এলাকা ৷ অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে ৷ যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় দত্তপুকুর থানার পুলিশ ৷
রাত তখন আড়াইটে ৷ ঝনঝনিয়ে ভেঙে পড়ে জানলার কাঁচ ৷ কেঁপে ওঠে গোটা বাড়ি ৷ ঘটনার জেরে আঁতকে ওঠেন আমডাঙার বিজেপি প্রার্থীর এজেন্ট অনন্তদেব চট্টোপাধ্যায় ৷ সামনে গিয়ে দেখেন, ঘরের ভিতর পড়ে রয়েছে বোমার স্পিলন্টার ৷ জানলা দিয়ে উঁকি মেরে দেখেন৷ রাস্তা ফাঁকা ৷ ততক্ষণে বোমা মেরে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা ৷ সঙ্গে সঙ্গে তিনি খবর দেন এলাকার বিজেপি কর্মীদের ৷ তাঁরাই পুলিশে খবর দেন ৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ অনন্তদেবের কাছ থেকে গোটা ঘটনার বিবরণ নেওয়ার পাশপাশি তদন্তে নেমেছে দত্তপুকুর থানার পুলিশ ৷