পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাটপাড়ায় বিজেপি কর্মীকে লক্ষ করে চলল গুলি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - দুই রাউন্ড গুলি

শুক্রবার রাতে বিজেপির ভোট প্রাচারের কাজ সেরে বাড়ি ফিরছিনেল বাপ্পা চক্রবর্তী ৷ বাড়ির সামনে গাড়ি থেকে নামতেই তাকে লক্ষ করে দুই রাউন্ড গুলি চালায় কিছু দুষ্কৃতী ৷ অল্পের জন্য বেঁচে যান তিনি ৷

বাপ্পা চক্রবর্তী
বাপ্পা চক্রবর্তী

By

Published : Apr 17, 2021, 2:15 PM IST

ভাটপাড়া, 17 এপ্রিল :ভাটপাড়া পৌরসভা 17 নম্বর ওয়ার্ডের গুপ্তার বাগান এলাকায় দুষ্কৃতী তান্ডব । ওই এলাকার বিজেপি কর্মী বাপ্পা চক্রবর্তীকে লক্ষ করে দুই রাউন্ড গুলি চালানো হয় ৷ অভিযোগের তীর তৃণমূলের দিকে ৷

বাপ্পা চক্রবর্তী জানিয়েছেন, শুক্রবার রাতে বিজেপির ভোট প্রাচারের কাজ সেরে তিনি বাড়ি ফিরছিলেন ৷ বাড়ির সামনে গাড়ি থেকে নামতেই তাকে লক্ষ করে দুই রাউন্ড গুলি চালায় কিছু দুষ্কৃতী ৷ অল্পের জন্য বেঁচে যান তিনি ৷ এরপরই প্রাণ বাঁচাতে বাড়ির দিকে ছুটে বাড়িতে ঢুকে যান বাপ্পা ৷ গুলি না লাগায় তাঁর বাড়িতে এই দুষ্কৃতীরা বোমাবাজিও করে বলে অভিযোগ ৷ তবে সেই বোমা বাপ্পা চক্রবর্তীর ঘরে ভেবে তাঁর ভাইয়ের ঘরে সেই বোম ফেলে ৷ অল্পের জন্য বেঁচে যান তাঁর ভাইও ৷ বাপ্পার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে ৷ এর পরই জগদ্দল থানায় অভিযোগ করেন বাপ্পা ৷

ভাটপাড়ায় বিজেপি কর্মীর উপর হামলা

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ । বিধানসভা নির্বাচনের আগে বিজেপি কর্মী সমর্থকদের আতঙ্কিত করার উদ্দেশ্যেই তৃণমূল এই কান্ড ঘটিয়েছে বলে অভিযোগ বিজেপির । আগামী 22 এপ্রিল ষষ্ঠ দফায় ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে নির্বাচন । তার আগে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ।

আরও পড়ুন :সল্টলেকের নয়াপট্টিতে তৃণমূল বিজেপি সংঘর্ষ

ABOUT THE AUTHOR

...view details