ভাটপাড়া, 17 এপ্রিল :ভাটপাড়া পৌরসভা 17 নম্বর ওয়ার্ডের গুপ্তার বাগান এলাকায় দুষ্কৃতী তান্ডব । ওই এলাকার বিজেপি কর্মী বাপ্পা চক্রবর্তীকে লক্ষ করে দুই রাউন্ড গুলি চালানো হয় ৷ অভিযোগের তীর তৃণমূলের দিকে ৷
বাপ্পা চক্রবর্তী জানিয়েছেন, শুক্রবার রাতে বিজেপির ভোট প্রাচারের কাজ সেরে তিনি বাড়ি ফিরছিলেন ৷ বাড়ির সামনে গাড়ি থেকে নামতেই তাকে লক্ষ করে দুই রাউন্ড গুলি চালায় কিছু দুষ্কৃতী ৷ অল্পের জন্য বেঁচে যান তিনি ৷ এরপরই প্রাণ বাঁচাতে বাড়ির দিকে ছুটে বাড়িতে ঢুকে যান বাপ্পা ৷ গুলি না লাগায় তাঁর বাড়িতে এই দুষ্কৃতীরা বোমাবাজিও করে বলে অভিযোগ ৷ তবে সেই বোমা বাপ্পা চক্রবর্তীর ঘরে ভেবে তাঁর ভাইয়ের ঘরে সেই বোম ফেলে ৷ অল্পের জন্য বেঁচে যান তাঁর ভাইও ৷ বাপ্পার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে ৷ এর পরই জগদ্দল থানায় অভিযোগ করেন বাপ্পা ৷