হাড়োয়া, 26 মার্চ : শাসনের পর এবার হাড়োয়া । ফের উদ্ধার হল পাঁচটি তাজা বোমা । আজ হাড়োয়ার গোপালপুর 1 নম্বর পঞ্চায়েতের আমতা খাটরার একটি ফাঁকা মাঠ থেকে উদ্ধার হয় এই বোমাগুলি । বোমা উদ্ধারের পর সেগুলো নিষ্ক্রিয় করে হাড়োয়া থানার পুলিশ । একসঙ্গে এতগুলি বোমা উদ্ধার হওয়ায় স্বভাবতই আতঙ্কিত বাসিন্দারা । কে বা কারা,কী উদ্দেশে বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ ।
আজ সকালে ওই এলাকায় টহল দেওয়ায় সময় ফাঁকা মাঠে একটি বস্তা পড়ে থাকতে দেখেন পুলিশ কর্মীরা । সন্দেহ হওয়ায় বস্তা খুলতেই দেখা যায় ভিতরে পাঁচটি তাজা বোমা রয়েছে । বোমাগুলি উদ্ধারের পরে প্লাস্টিকের বালতির মধ্যে জলে রেখে সেগুলিকে নিষ্ক্রিয় করে পুলিশ ।