বাগদা, 24 মার্চ : বিজেপির তরফে উত্তর 24 পরগনার বাগদা বিধানসভার প্রার্থীর নাম ঘোষণা করা হতেই ওই এলাকায় বিক্ষোভ মিছিল করলেন দলীয় কর্মীদের একাংশ । মঙ্গলবার সন্ধ্যায় উত্তর 24 পরগনার বাগদা বিধানসভার হেলেঞ্চা বাজারে ঘটনাটি ঘটে । বিক্ষোভকারীদের দাবি, দলের যোগ্য নেতা অমৃতলাল বিশ্বাসকে প্রার্থী করা হোক । সদ্য দলে যোগ দেওয়া বিশ্বজিৎ দাসকে প্রার্থী হিসেবে মানতে চান না তাঁরা । দল যদি প্রার্থী না পরিবর্তন করে তবে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেয় বিক্ষোভকারীরা ।
মঙ্গলবার বিজেপির তরফে বাকি থাকা 13 টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয় । সেই তালিকায় বাগদা বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয় বিশ্বজিৎ দাসকে । তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন । স্থানীয় কিছু বিজেপি কর্মী তাঁকে প্রার্থী হিসেবে মানতে নারাজ । বরং অমৃতলালকে প্রার্থী করার দাবি জানিয়ে বিক্ষোভ দেখান, মিছিল করেন স্থানীয় বিজেপি কর্মীদের একাংশ । "বহিরাগত প্রার্থী নয়, ভূমিপুত্র চাই৷" এমনই স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা ।