স্বরূপনগর, 20 মার্চ : প্রার্থী নিয়ে বিড়ম্বনা কাটছে না পদ্ম শিবিরের । এবার স্বরূপনগর কেন্দ্রের প্রার্থী বদলের দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী ও সমর্থকরা । শুধু তাই নয় প্রার্থী পছন্দ না হওয়ায় দলের একঝাঁক নেতা পদত্যাগের হুমকিও দিয়েছেন । যার জেরে ভোটের মুখে অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরের । যেভাবে প্রার্থী বদলের দাবিতে দিকে দিকে ক্ষোভ-বিক্ষোভ বাড়ছে তাতে ভোটের বাক্সে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।
বিজেপির প্রার্থী তালিকা ঘোষিত হওয়ার পর থেকেই বেশ কিছু জায়গার প্রার্থী নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে দলের অন্দরেই । প্রার্থী বদল চেয়ে একাধিক জায়গায় রাস্তার নেমে প্রতিবাদে সরব হয়েছেন গেরুয়া শিবিরের একাংশ । অবরোধ, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ,পার্টি অফিসে তালা কিছুই বাদ যায়নি । এবার ক্ষোভ উত্তর 24 পরগনার স্বরূপনগরেও । এই কেন্দ্রের টিকিট দেওয়া হয়েছে বিজেপির বৃন্দাবন সরকারকে । অথচ প্রার্থী পছন্দ নয় সেখানকার নেতা ও কর্মীদের । তাঁদের অভিযোগ,"বৃন্দাবন সরকার দুর্নীতিগ্রস্ত । এলাকায় তাঁর ভাবমূর্তিও খারাপ । সে দাঁড়ালে ভোটে ধাক্কা খেতে পারে বিজেপি । তাই,তাঁর বদলে স্বচ্ছ ভাবমূর্তির কাউকে প্রার্থী করতে হবে ৷"
এদিকে প্রার্থী বদল চেয়ে শুক্রবার রাতে সীমান্ত লাগোয়া বসিরহাট-স্বরূপনগর রোডের তেতুলিয়া এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপির স্থানীয় নেতা ও কর্মীরা । আওয়াজ ওঠে বৃন্দাবন সরকারকে কোনওমতেই প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবে না । অবরোধ ও বিক্ষোভে রীতিমতো উত্তাল হয়ে উঠে সীমান্ত লাগোয়া এলাকা । পরে স্বরূপনগর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ।
এই বিষয়ে সর্বভারতীয় মতুয়া মহাসঙ্ঘের স্বরূপনগর ব্লকের সাধারণ সম্পাদক রিপন বিশ্বাস বলেন,"প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বচ্ছ ভারতের কথা বারবার বলছেন । অথচ যাকে স্বরূপনগর কেন্দ্রের প্রার্থী করা হয়েছে সেই বৃন্দাবন সরকার একজন গরু পাচারকারী । তাঁর বিরুদ্ধে একাধিক অস্বচ্ছতার অভিযোগ রয়েছে । এরকম একজন প্রার্থীকে মতুয়াদের কেউই ভোট দেবেন না । তাই আমরা চাইছি স্বচ্ছ ভাবমূর্তির কাউকে এই কেন্দ্রে প্রার্থী করা হোক ৷"