পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলের সভায় যেতে অস্বীকার করায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ - বিজেপি

গোপালনগরে আক্রান্ত বিজেপি কর্মীরা ৷ তাঁদের অভিযোগ, তৃণমূলের সভায় যেতে অস্বীকার করায় মারধর করে তৃণমূল ৷ যদিও তৃণমূল অভিযোগ, বিজেপি কর্মীরাই তাঁদের উপর প্রথমে আক্রমণ চালায় ৷

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

By

Published : Apr 18, 2021, 6:33 PM IST

গোপালনগর , 18 এপ্রিল : গোপালনগরে আক্রান্ত বিজেপি কর্মীরা ৷ অভিযোগের তির তৃণমূল দিকে ৷ আক্রান্ত বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূলের সভায় যেতে অস্বীকার করায় তাঁদের মারধর করে তৃণমূল ৷

আক্রান্ত বিজেপি কর্মী হারান হালদার বলেন, ‘‘বিজেপি করার জন্যই মার খাই ৷ আমাকে তৃণমূলের সভায় যেতে বললে আমি যাইনি ৷ তাই মার খেয়েছি ৷ বাবা (গোবিন্দ হালদার) হাসপাতালে ভর্তি ৷ পুলিশ দেরিতে এলে ঘর বাড়িও ভেঙে দিত ৷’’

তৃণমূলের সভায় যেতে অস্বীকার করায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ

অন্যদিকে গোপালনগর অঞ্চলের তৃণমূল সভাপতি সৌমেন দত্ত বলেন, ‘‘বিজেপি এবার হারবে বুঝে গিয়েছে ৷ তাই বনগাঁ উত্তর কেন্দ্রের প্রার্থী অশোক কীর্তনীয়া মিথ্যা সহানুভূতি নিয়ে ভোটের রাজনীতি করতে চাইছেন ৷ এটা সম্পূর্ণ দু’টি পরিবারের মধ্যেকার দ্বন্দ্ব ৷ আমাদেরও এক কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি ' ৷

আবার , বিজেপি নেতা বিকাশ ঘোষ বলেন, ‘‘বিজেপি করার অপরাধে মারধর করল আমাদের কর্মীকে ৷ মারধরের সময় নিজেদের বাঁশের আঘাতে জখম হয়েছে তাঁরা ৷ তৃণমূল বুঝে গিয়েছে তারা হেরে যাবে ৷ তাই একটা মরণ কামড় দিচ্ছে তৃণমূল ৷ '

এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে । সেখানে মোতায়ন করে রাখা হয়েছে পুলিশ বাহিনী ৷ আক্রান্তদের নিয়ে যাওয়া হয়েছে বনগাঁ মহাকুমা হাসপাতালে ৷ সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা ৷

আরও পড়ুন :ফের বেলাগাম মমতা-বাণী! এবার অভিমুখ বিজেপির ‘বজ্জাতরা’

ABOUT THE AUTHOR

...view details