মধ্যমগ্রাম, 21 মার্চ : ‘‘মানুষের রক্ত চুষে খাচ্ছে রাজ্য়ের শাসক দল ৷’’ এই ভাষাতেই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানালেন মধ্যমগ্রাম কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী রাজশ্রী রাজবংশী ৷ সাধারণ মানুষের জীবন নিয়ে তৃণমূল সরকার খেলছে বলেও দাবি করেন তিনি ৷
শিয়রে রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ আর তার প্রচারে ময়দানে নেমে পড়েছেন প্রার্থীরা ৷ কেউ করছেন অভিযোগ, তো কোউ সাধারণ মানুষকে বোঝাচ্ছেন রাজ্যের উন্নয়ন ৷ সেই মতোই মধ্যমগ্রামের বিজেপি প্রার্থী রাজশ্রী রাজবংশীও বেরিয়েছিলেন প্রচারে ৷ সেখানেই এক সাংবাদিক বৈঠকে শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানান তিনি ৷ বলেন, ‘‘শাসকদল ক্ষমতার অপব্যবহার করেছে । যেটা করা উচিত নয়, সেটাও তাঁরা করছেন । মানুষের রক্ত ও জীবন নিয়ে খেলছেন ওঁরা ।’’
এরপরই নিজেকে অভিনেত্রীর পাশাপাশি সমাজকর্মী হিসেবেও তুলে ধরেন রাজশ্রী ৷ বলেন,"কাজের সুবাদে ভারতের বিভিন্ন জায়গায় যাতায়াত করেছি ৷ তাই মানুষ আমাকে আগে থেকেই চেনে । ফলে,মধ্যমগ্রামের মানুষও আমাকে আপন করে নিয়েছে ।তাঁদের একজন হয়েই কাজ করতে চাই আগামীদিনে । সেই কাজে এখানকার বিজেপির নেতা ও কর্মীরা থাকবে আমার পাশে ।’’
নাম না করে প্রতিপক্ষ তৃনমূল প্রার্থী ও বিদায়ী বিধায়ক রথীন ঘোষকেও খোঁচা দিলেন তিনি ৷ বলেন,"তাঁর শাসনকালে এখানে কোনও উন্নয়ন হয়নি । রাস্তার অবস্থা খুব খারাপ । নারীদের কোনও সুরক্ষা নেই । আপনারা খোঁজ নিয়ে দেখলেই জানতে পারবেন সে সব ।তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ তারা । সরকারি টাকা আত্মসাৎ করেছেন শাসকদলের নেতারা । তাই পরিবর্তন চাইছেন মধ্যমগ্রামের মানুষ । যেভাবে মানুষের সাড়া পাচ্ছি তাতে আমি জয় সম্পর্কে আশাবাদী ৷’’
ভোট প্রচারে তৃণমূলকে আক্রমণ রাজশ্রী রাজবংশীর আরও পড়ুন :প্রথম দফায় রাজ্যে 10% প্রার্থী কোটিপতি, আছেন সম্পদহীন প্রার্থীও উন্নয়নের প্রসঙ্গেও তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি ৷ বিজেপি প্রার্থী বলেন,"সারাবছর তালগাছের মতো দাঁড়িয় ছিল । যেই ভোট এসেছে তখন উন্নয়নের কথা মনে পড়েছে । দুয়ারে সরকার, এখানে সরকার, ওখানে সরকার এসব করতে হচ্ছে শাসকদলকে ৷ আবার এখন বলছে খেলা হবে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চণ্ডীপাঠ করা নিয়েও কটাক্ষ করেছেন তিনি। বলেন,"দু'লাইন ঠিকঠাক বলে পরেরটা ছিল খিচুড়ি মন্ত্র ।’’