পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিজেপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপির অভিযোগ, পরিকল্পনা করে হামলা চালিয়ে ভোটের আগে এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করছে শাসকদল। যদিও ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল ৷

BJP
কার্যালয় ভাঙচুর

By

Published : Apr 9, 2021, 7:37 PM IST

বসিরহাট, 9 এপ্রিল : ভোটের মুখে বিজেপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার জেরে আজ বিকেলে ব্যাপক উত্তেজনা ছড়ায় বসিরহাটের চাঁপাপুকুর পঞ্চায়েতের কাটিয়ারবাগ গ্রামে। ঘটনার পরই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কমী-সমর্থকরা। দোষীদের গ্রেফতারের দাবি জানান তাঁরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

জানা গিয়েছে, কাটিয়ারবাগ গ্রামে বিজেপির ওই কার্যালয়ে আজ বিকালে আচমকা হামলা চালায় তৃণমূলের বাইক বাহিনী। অভিযোগ, কার্যালয়ের ভিতর প্রবেশ করে রীতিমতো ভাঙচুর চালানো হয় ৷ চেয়ার,টেবিল সহ গুরুত্বপূর্ণ আসবাবপত্র ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন বিজেপির কয়েকজন কর্মীকে। কয়েকটি বাইকও ভাঙচুর চালানো হয় ৷ রেহাই মেলেনি বিজেপির মহিলা কর্মীর বাড়িও। অভিযোগ, সেখানেও যথেচ্ছ ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও পুলিশ আসার আগেই এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতী দলটি ৷

কার্যালয় ভাঙচুর

আরও পড়ুন- "বাঙালিরা রোমিয়োদেরও ভালোবাসে", যোগীকে জবাব মহুয়ার

বিজেপির স্থানীয় নেতৃত্বের অভিযোগ, পরিকল্পনা করে হামলা চালিয়ে ভোটের আগে এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করছে শাসকদল। পুলিশের উচিত শান্তির পরিবেশ বজায় রাখতে যথাযথ ভূমিকা গ্রহণ করা।

যদিও ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্ব। পাল্টা তারা ঘটনার জন্য বিজেপির গোষ্ঠী কোন্দলের দিকেই আঙুল তুলেছে। ফলে অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে ভোটের উত্তাপ বাড়তে শুরু করেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে।

ABOUT THE AUTHOR

...view details