পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মনোনয়ন পেশের আগে পীরের দরগায় মাথা ঠুকলেন বিজেপি প্রার্থী - মনোনয়ন পেশের আগে পীরের দরগায় মাথা ঠুকলেন বিজেপি প্রার্থী

সংখ্যালঘু অধ্যুষিত হাড়োয়ায় মুসলিম ভোট টানতে মরিয়া গেরুয়া শিবিরও । মনোনয়ন জমা দেওয়ার আগে বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহার দরগায় চাদর চড়িয়ে মাথা ঠোকা তারই প্রমাণ

bjp-candidate-rajendra-saha-took-blessings-of-pir-dargah-before-submitting-his-nomination
bjp-candidate-rajendra-saha-took-blessings-of-pir-dargah-before-submitting-his-nomination

By

Published : Mar 26, 2021, 7:13 PM IST

হাড়োয়া, 26 মার্চ: দরগায় চাদর চড়ালেন, মাথা ঠুকে আশীর্বাদ নিলেন বিজেপি প্রার্থী । শুক্রবার এমন দৃশ্যই দেখা গেল হাড়োয়ায় ৷ এদিন মনোনয়ন জমা দেওয়ার আগে হাড়োয়ার পীর গোরাচাঁদের মাজারে যান বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহা । সঙ্গে ছিলেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া ফিরোজ কালাম গাজি ওরফে বাবু মাস্টার । ভোটের দিকে তাকিয়ে নয়, হাড়োয়ার মানুষের কল্যাণ ও শান্তি কামনায় পীরের দরগায় চাদর চড়িয়েছেন বলে দাবি করলেন বিজেপি প্রার্থী ।

হাড়োয়া বিধানসভায় লড়াই ত্রিমুখী । রাজেন্দ্র সাহার অন্যতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের বিদায়ী বিধায়ক হাজি নুরুল ইসলাম ৷ অন্য প্রতিদ্বন্দ্বী সংযুক্ত মোর্চার আইএসএফ প্রার্থী কুতুবউদ্দিন । রাজনৈতিক মহলের মতে, হাড্ডাহাড্ডি লড়াই হবে হাড়োয়ায় । ফলে সংখ্যালঘু অধ্যুষিত হাড়োয়ায় মুসলিম ভোট টানতে মরিয়া গেরুয়া শিবিরও । মনোনয়ন জমা দেওয়ার আগে বিজেপি প্রার্থীর দরগায় চাদর চড়িয়ে মাথা ঠোকা তারই প্রমাণ ৷ এদিন দুপুরে বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে এসে মনোনয়নপত্র জমা দেন রাজেন্দ্র সাহা ।

পীরের দরগায় মাথা ঠুকলেন বিজেপি প্রার্থী

আরও পড়ুন: বর্ষীয়ান গৌরাঙ্গের আশীর্বাদ নিয়ে পাণ্ডবেশ্বরে প্রচারে সিপিআইএম প্রার্থী

শুক্রবার বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহা বলেন, ‘‘মনোনয়ন জমা দেওয়ার আগে আশীর্বাদ নিতে এসেছি দরগায় । এই দরগায় হিন্দু-মুসলমান প্রত্যেকেই মাথা ঠুকতে আসেন । যাতে মানুষের পাশে থাকতে পারি, কাজ করতে পারি, সেই আশীর্বাদই চাইলাম ।

আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী আরও বলেন, ‘‘সংখ্যালঘু ভোট এবার বিজেপির দিকে যাবে । পদ্মফুল ফুটবে হাড়োয়ায় । এখানে বিজেপি জিতে গিয়েছে । দ্বিতীয় ও তৃতীয় স্থানের লড়াই চলছে তৃণমূল ও সংযুক্ত মোর্চার প্রার্থীর মধ্যে।’’

ABOUT THE AUTHOR

...view details