হাবড়া, 2 এপ্রিল : ‘‘কেন্দ্রীয় সরকার সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব দিয়ে দিয়েছে ৷ শুধুমাত্র নাগরিকত্বের প্রমাণ হিসাবে তার কার্ডটাই যা দেওয়া বাকি ৷ রাজ্যে বিজেপির সরকার গঠনের একমাসের মধ্যেই সেটাও দিয়ে দেওয়া হবে ৷ পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠিত হলে তার প্রথম পাঁচটি কাজের মধ্যে এটি হবে অন্যতম ৷’’ শুক্রবার দুপুরে উত্তর 24 পরগনার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে এসে একথা বলেন হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা ৷
মতুয়া ভোট নিজেদের দিকে টানতে নাগরিকত্বকেই মূল হাতিয়ার করেছে বিজেপি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠাকুরবাড়িতে এসে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু নাগরিকত্ব নিয়ে নয়া আইন পাস হলেও নাগরিক হওয়ার প্রমাণপত্র হাতে পাননি মতুয়ারা ৷
কিছুদিন আগেই ঠাকুরবাড়িতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দেন, দেশজুড়ে করোনার টিকাকরণ শেষ হলেই নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে ৷ আর এবার বিধানসভা নির্বাচনে মতুয়া ভোটব্যাঙ্ক নিজেদের দিকে টানতে সেই নাগরিকত্বকেই অস্ত্র করলেন রাহুল সিনহা ৷