নৈহাটি, 1 মে: শনিবার সকালে নৈহাটি স্টেশন সংলগ্ন তৃণমূল কার্যালয়ে বোমাবাজির ঘটনা ঘটল ৷ অভিযোগ বিজেপির দিকে ।আগামিকাল নির্বাচনের ফল ঘোষণার দিন ৷ তার ঠিক আগে প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ স্থানীয়দের অভিযোগ, বাম আমলেও এমন হয়নি, যেমনটা এখন হচ্ছে ৷ অভিযোগ দায়ের করা হয়েছে নৈহাটি থানায় ৷
এদিন সকালে নৈহাটি স্টেশন সংলগ্ন তৃণমূল কার্যালয়ের বাইরে বোমাবাজি করে কয়েকজন দুষ্কৃতী ৷ স্থানীয়রা জানান, বাইকে করে এসে কয়েকজন দুষ্কৃতী পার্টি অফিসের বাইরে বোমাবাজি করে ৷ রাস্তার উপর এবং পার্টি অফিসের বাইরের দেওয়ালে বোমা মারা হয় ৷ তৃণমূলের তরফে অভিযোগ, বিজেপির দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে । দিনেদুপুরে এধরনের বোমাবাজিতে আতঙ্কিত এলাকাবাসী ।