পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোটের আগে বোমাবাজিতে উত্তেজনা হাড়োয়ায় - হাড়োয়া

বৃহস্পতিবার গভীর রাতে হাড়োয়ার শালিপুর পঞ্চায়েতের খলিসাদি গ্রামে বোমাবাজি করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা । এরপর শুক্রবার সকালে চাষের জমির আল থেকে উদ্ধার হয় একটি তাজা বোমা ।

Before day of poling Bombings and bomb rescue at Haroa
Before day of poling Bombings and bomb rescue at Haroa

By

Published : Apr 16, 2021, 7:07 PM IST

হাড়োয়া, 16 এপ্রিল : রাত পোহালেই পঞ্চম দফা ভোট । তার আগে বোমাবাজি ও বোমা উদ্ধারের ঘটনায় উত্তপ্ত উত্তর 24 পরগনার হাড়োয়ায় । ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । তৃণমূলের অভিযোগ, ভোটের আগে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা । পাল্টা তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

শনিবার পঞ্চম দফায় উত্তর 24 পরগনার 16 কেন্দ্রে ভোটগ্রহণ হবে । তারমধ্যে রয়েছে হাড়োয়া বিধানসভাও । এমনিতে ভোট শুরুর আগে থেকেই রাজনৈতিক অশান্তি চলছে হাড়োয়ায় । উঠেছে বোমাবাজির অভিযোগও । ফের একই ঘটনা পঞ্চম দফার 24 ঘণ্টা আগেও । তৃণমূলের অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে হাড়োয়ার শালিপুর পঞ্চায়েতের খলিসাদি গ্রামে বোমাবাজি করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা । এরপর শুক্রবার সকালে চাষের জমির আল থেকে উদ্ধার হয় একটি তাজা বোমা । এদিন ওই জমি পরিষ্কার করতে গিয়েছিলেন স্থানীয় এক কৃষক । তার নজরে আসে বোমাটি । পরে পুলিশ এসে নিষ্ক্রিয় করে । দুই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায় ।

ভোটের আগে উত্তপ্ত হাড়োয়া

আরও পড়ুন: কোভিড পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ রাজ্য ও কেন্দ্র : সূর্যকান্ত

এই বিষয়ে হাড়োয়া ব্লক তৃণমূল নেতা বিপ্লব বন্দ্যোপাধ্যায় বলেন, "ভোটের আগে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে বিজেপির লোকেরা এই ধরনের রাজনীতি শুরু করেছে । যাতে মানুষ ভয় পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত তৃণমূল প্রার্থীকে ভোট দিতে না পারে ।"

যদিও অভিযোগ অস্বীকার করে ঘটনার জন্য পাল্টা তৃণমূলকে দায়ি করেছে বিজেপি । দুটি ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details