পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রহড়ায় বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি - বোমাবাজি

আজ ভোর রাতের দিকে, প্রায় রাত আড়াইটে নাগাদ প্রবল শব্দে ঘুম ভেঙে যায় তাঁর ৷ কিছুক্ষণ পর তিনি বাড়ির বাইরে বেরিয়ে দেখেন তাঁর বাড়ির দরজার বাইরে পড়ে আছে তিনটি বোমা ৷ এই ঘটনার আতঙ্কে বরুনবাবুর স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন ৷

বরুণ দত্ত
বরুণ দত্ত

By

Published : Apr 20, 2021, 4:22 PM IST

রহড়া, 20 এপ্রিল : খড়দহ বিধানসভার অন্তর্গত পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের ঘন্টাপুকুর এলাকায় গভীর রাতে বিজেপি কর্মী বরুণ দত্তের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটে । দুষ্কৃতীরা বাইকে করে এসে পরপর ৬টি বোমা ছোড়ে । তিনটি বোমা ফাটেলেও বাকি ৩টি বোমা পড়েছিল ঘটানাস্থলেই ৷ পরে পুলিশ এসে তা উদ্ধার করে ৷

বরুণ দত্ত জানিয়েছেন, আজ ভোর রাতের দিকে, প্রায় রাত আড়াইটে নাগাদ প্রবল শব্দে ঘুম ভেঙে যায় তাঁর ৷ কিছুক্ষণ পর তিনি বাড়ির বাইরে বেরিয়ে দেখেন তাঁর বাড়ির দরজার বাইরে পড়ে আছে তিনটি বোমা ৷ এই ঘটনার আতঙ্কে বরুনবাবুর স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন ৷ বরুণবাবুর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছেন ৷ কারণ কিছুদিন যাবৎ তাঁকে তৃণমূলের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল ৷

দুষ্কৃতীরা পরপর 6টা বোমা ছুড়লেও 3টি বোমা ফাটে ৷ তাতেই কেঁপে ওঠে গোটা এলাকা ৷ যে তিনটি বোমার ফাটেনি সেগুলি ঘটানাস্থলেই পড়েছিল ৷ সকালে থানায় খবর দেওয়া হলে রহড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে ৩টি না ফাটা বোমা উদ্ধার করে নিয়ে যায় । ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷

বিজেপি কর্মীর বাড়ি লক্ষ করে বোমাবাজি

আরও পড়ুন :ভাটপাড়ায় আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেফতার 1

ABOUT THE AUTHOR

...view details