জগদ্দল, 21 মার্চ : জগদ্দলে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কোপানো হল বিজেপি কর্মীকে । অভিযোগের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে ।
গতকাল গভীর রাতে অর্জুন সিংয়ের পাড়ায় ভিক্কি সিং নামে এক বিজেপি কর্মীকে ব্যাপক মারধর করা হয় । ভিক্কি সিংকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জগদ্দল থানার পুলিশ । তাঁকে আশঙ্কাজনক অবস্থায় নদীয়ার কল্যাণী জওহরলাল নেহরু মেডিকেল কলেজে ভর্তি করা হয় । এরপর জগদ্দল থানার পুলিশ দোষীদের খোঁজে তদন্তে নামে । অভিযানে নেমে বোমা, গুলি, আগ্নেয়াস্ত্র সহ প্রচুর মাদক উদ্ধার করে জগদ্দল থানার পুলিশ । এই ঘটনায় এখনও পর্যন্ত সাত জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ । তবে কাউকে এখনও গ্রেফতার করা হয়নি । আক্রান্তের পরিবার সাতজন সহ আরও কয়েকজনের নামে অপহরণ করে খুনের চেষ্টার মামলায় জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেছে । ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে ।