পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জগদ্দলে বিজেপি কর্মীর উপর আক্রমণ - westbengal election 2021

ভিক্কি সিংকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জগদ্দল থানার পুলিশ । তাঁকে আশঙ্কাজনক অবস্থায় নদীয়ার কল্যাণী জওহর লাল নেহেরু মেডিকেল কলেজে ভর্তি করা হয় । এরপর অভিযানে নেমে বোমা, গুলি, আগ্নেয়াস্ত্র সহ প্রচুর মাদক উদ্ধার করে জগদ্দল থানার পুলিশ ।

জগদ্দলে বিজেপি কর্মীর উপর আক্রমণ
জগদ্দলে বিজেপি কর্মীর উপর আক্রমণ

By

Published : Mar 21, 2021, 6:00 PM IST

জগদ্দল, 21 মার্চ : জগদ্দলে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কোপানো হল বিজেপি কর্মীকে । অভিযোগের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে ।

গতকাল গভীর রাতে অর্জুন সিংয়ের পাড়ায় ভিক্কি সিং নামে এক বিজেপি কর্মীকে ব্যাপক মারধর করা হয় । ভিক্কি সিংকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জগদ্দল থানার পুলিশ । তাঁকে আশঙ্কাজনক অবস্থায় নদীয়ার কল্যাণী জওহরলাল নেহরু মেডিকেল কলেজে ভর্তি করা হয় । এরপর জগদ্দল থানার পুলিশ দোষীদের খোঁজে তদন্তে নামে । অভিযানে নেমে বোমা, গুলি, আগ্নেয়াস্ত্র সহ প্রচুর মাদক উদ্ধার করে জগদ্দল থানার পুলিশ । এই ঘটনায় এখনও পর্যন্ত সাত জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ । তবে কাউকে এখনও গ্রেফতার করা হয়নি । আক্রান্তের পরিবার সাতজন সহ আরও কয়েকজনের নামে অপহরণ করে খুনের চেষ্টার মামলায় জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেছে । ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে ।

আরও পড়ুন : পদ্মের টিকিট পাননি, তবু খুশি কমল

ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । পুলিশ পিকেটিং বসানো হয়েছে । সাংসদ অর্জুন সিং এর দাবি, "গত সোমবার ওনার বাড়ির কাছে কালো বাবু নামে যে দুস্কৃতী বোমাবাজির মতন ঘটনা ঘটিয়েছিল, সে এবং তার দল এই ঘটনা ঘটিয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details