পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি, বলছেন তৃণমূল প্রার্থী - naihati

জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নৈহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক।

মানুষের বিবেচনার ওপর আস্থা রাখছেন তৃণমূলের নৈহাটির ২বারের বিধায়ক পার্থ ভৌমিক।
মানুষের বিবেচনার ওপর আস্থা রাখছেন তৃণমূলের নৈহাটির ২বারের বিধায়ক পার্থ ভৌমিক।

By

Published : Mar 26, 2021, 10:20 AM IST

নৈহাটি, 26 মার্চ : "শুধু ভোটের সময় নয়, সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি।" বলছেন নৈহাটির দু'বারের বিধায়ক ও আসন্ন নির্বাচনে নৈহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। মানুষের বিচার বিবেচনার ওপর আস্থা রেখেই জয়ের ব্যাপারে আশাবাদী পার্থবাবু ।

2011 সাল থেকে নৈহাটির বিধায়ক পদ সামলেছেন। ভৌগলিক অবস্থান অনুযায়ী নৈহাটি সড়কপথ, রেলপথ ও জলপথের সঙ্গমস্থল। পশ্চিমদিকে গঙ্গা , ওপারে চুঁচুড়া। উত্তরে হুগলির ব্যান্ডেল থেকে রেলপথ নৈহাটির সঙ্গে গুরুত্বপূর্ণ যোগাযোগ স্থাপন করেছে। যা দক্ষিণে কলকাতামুখী । পূর্বে ও উত্তরে বাংলাদেশ যাওয়ার ক্ষেত্রেও বিশেষভাবে উল্লেখযোগ্য। যে কারণে এই নৈহাটির গুরুত্ব বেশি । জলপথে, সড়কপথে হাজারো মানুষ নিত্যদিন যাতায়াত করে। যার ফলে বাইরের প্রচুর মানুষের যাতায়াত এলাকায়। বামেদের ঘাঁটি হিসেবে পরিচিত হলেও খুব সহজেই তৃণমূল এখানে প্রভাব বিস্তার করেছে ।

আরও পড়ুন : আপনার কেন্দ্রে ভোট কবে ? জানতে ক্লিক করুন ইন্টারঅ্যাক্টিভ ম্যাপে

ফের ক্ষমতায় ফেরার ব্যাপারে আশাবাদী পার্থবাবু জানান, জেতার পরে নৈহাটি হাসপাতাল তৈরিই হবে তাঁর মূল লক্ষ্য । যাতে নৈহাটির মানুষকে বাইরে চিকিৎসা করাতে না যেতে হয় ।

মানুষের বিবেচনার ওপর আস্থা আছে বলছেন নৈহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক

তাঁর মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে তিনি মনে করছেন বিজেপি ও সংযুক্ত মোর্চার প্রার্থীকে । 2019 লোকসভা নির্বাচনে এই বিধানসভা অনুযায়ী তৃণমূল বিজেপির থেকে পিছিয়ে ছিল। সেই হার স্বীকার করে নিয়ে পার্থবাবু বলেন , "সেই সময় নৈহাটিতে একদম সময় দিতে পারিনি । তারপর থেকে একশোভাগ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি । এমনকি করোনা পরিস্থিতিতেও মানুষের পাশে থেকেছি সবসময় ।"

তিনি সবসময় বিরোধীদের সঙ্গে সহাবস্থান করে রাজনৈতিক শিষ্টাচার পালন করে থাকেন । মানুষের পাশে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে কাজ করেন বলে জানিয়েছেন পার্থবাবু ।
তাঁর একসময়ের অভিভাবক মুকুল রায়ের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাকে কটাক্ষ করে বলেন, "তিনি বিধানসভা নির্বাচনে খুব ভালো করে লড়ুন , তারপর হেরে মনখারাপ করবেন না , রাজনীতিতে থাকুন।"

ABOUT THE AUTHOR

...view details