পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শীতলকুচি কাণ্ডে দায়ী কমিশন, পূর্ণাঙ্গ তদন্তের দাবি অধীরের - শীতলকুচি কাণ্ডে নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে দায়ি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী

শীতলকুচি কাণ্ডে পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলে দোষীদের শাস্তির দাবিতে সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । তাঁর কথায়, "শীতলকুচির ঘটনায় যাদের কারণে গুলি চলল । যারা এই ঘটনায় দোষী । তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে । বাংলার মানুষ সেটাই চান ।’’

শীতলকুচি কাণ্ডে দায়ি কমিশনকে দায়ি করলেন অধীর রঞ্জন চৌধুরী
শীতলকুচি কাণ্ডে দায়ি কমিশনকে দায়ি করলেন অধীর রঞ্জন চৌধুরী

By

Published : Apr 11, 2021, 7:30 PM IST

বাদুড়িয়া, 11 এপ্রিল : শীতলকুচি কাণ্ডে নির্বাচন কমিশনকেই সম্পূর্ণভাবে দায়ী করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ একইসঙ্গে পূর্ণাঙ্গ তদন্তের দাবিও করলেন তিনি ৷ রবিবার বিকেলে উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় সংযুক্ত মোর্চা সমর্থিত দুই কংগ্রেস প্রার্থী আব্দুস সাত্তার ও অমিত মজুমদারের সমর্থনে এক জনসভায় যোগ দেন অধীরবাবু । সেখানে দাঁড়িয়েই শীতলকুচির ঘটনা নিয়ে সরব হন প্রদেশ কংগ্রেস সভাপতি ।

অধীর চৌধুরী বলেন, " বাংলায় সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোট করাতে ব্যর্থ নির্বাচন কমিশন । শীতলকুচিতে পাঁচজনের মৃত্যুর ঘটনায় তার প্রমাণ । এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে দায়ী নির্বাচন কমিশন ।’’

শীতলকুচি কাণ্ডে দায়ি কমিশনকে দায়ি করলেন অধীর রঞ্জন চৌধুরী
এরপরই শীতলকুচি কাণ্ডে পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলে দোষীদের শাস্তির দাবিতে সরব হন প্রদেশ কংগ্রেস সভাপতি । তাঁর কথায়, "শীতলকুচির ঘটনায় যাদের কারণে গুলি চলল । যারা এই ঘটনায় দোষী । তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে । বাংলার মানুষ সেটাই চান ।’’ ভোটের সময় যেভাবে সাম্প্রদায়িক হিংসা ও স্বৈরাচারীর রাজনীতি মাথাচাড়া দিয়েছে তারও বিরোধিতা করেন অধীর চৌধুরী । এই প্রসঙ্গে তিনি বলেন, "এই ধরনের রাজনীতির কারণেই শীতলকুচির ঘটনা ঘটেছে । তরতাজা পাঁচজন প্রাণ হারিয়েছেন । আমরা এই বাংলা চাই না । সুস্থ, স্বাভাবিক, শান্তি ও নিরাপত্তার বাংলা রূপায়ন করতে বদ্ধপরিকর সংযুক্ত মোর্চা ।’’আরও পড়ুন : মোমবাতি হাতে প্রতিবাদ জানিয়ে মমতার রোড শো


বাংলার বেকার যুবকদের কর্মসংস্থান, শিল্প, নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এদিন সংযুক্ত মোর্চার প্রার্থীদর জয়ী করার আহ্বান জানান প্রদেশ কংগ্রেস সভাপতি ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details