বাদুড়িয়া, 11 এপ্রিল : শীতলকুচি কাণ্ডে নির্বাচন কমিশনকেই সম্পূর্ণভাবে দায়ী করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ একইসঙ্গে পূর্ণাঙ্গ তদন্তের দাবিও করলেন তিনি ৷ রবিবার বিকেলে উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় সংযুক্ত মোর্চা সমর্থিত দুই কংগ্রেস প্রার্থী আব্দুস সাত্তার ও অমিত মজুমদারের সমর্থনে এক জনসভায় যোগ দেন অধীরবাবু । সেখানে দাঁড়িয়েই শীতলকুচির ঘটনা নিয়ে সরব হন প্রদেশ কংগ্রেস সভাপতি ।
শীতলকুচি কাণ্ডে দায়ী কমিশন, পূর্ণাঙ্গ তদন্তের দাবি অধীরের - শীতলকুচি কাণ্ডে নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে দায়ি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী
শীতলকুচি কাণ্ডে পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলে দোষীদের শাস্তির দাবিতে সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । তাঁর কথায়, "শীতলকুচির ঘটনায় যাদের কারণে গুলি চলল । যারা এই ঘটনায় দোষী । তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে । বাংলার মানুষ সেটাই চান ।’’
শীতলকুচি কাণ্ডে দায়ি কমিশনকে দায়ি করলেন অধীর রঞ্জন চৌধুরী
অধীর চৌধুরী বলেন, " বাংলায় সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোট করাতে ব্যর্থ নির্বাচন কমিশন । শীতলকুচিতে পাঁচজনের মৃত্যুর ঘটনায় তার প্রমাণ । এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে দায়ী নির্বাচন কমিশন ।’’
বাংলার বেকার যুবকদের কর্মসংস্থান, শিল্প, নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এদিন সংযুক্ত মোর্চার প্রার্থীদর জয়ী করার আহ্বান জানান প্রদেশ কংগ্রেস সভাপতি ।
TAGGED:
bengal election 2021