পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাড়োয়ায় বিজেপির নেতার ভেড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার - haroa assembly

হিমাংশু সর্দারের কাছ থেকে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, 10 রাউন্ড কার্তুজ এবং 6টি তাজা বোমা উদ্ধার হয়েছে । ভোটে অশান্তি কিংবা বড়সড় কোনও অপরাধ সংগঠিত করার উদ্দেশ্যেই এই ধরনের আগ্নেয়াস্ত্র, বোমা ও গুলি মজুত করা হয়েছিল বলে অনুমান পুলিশের ।

bengal election 2021 a bjp leader himanshu sardar is arrest with fire arms nad bomb in haroa assembly in north 24 pargna
হাড়োয়ায় বিজেপির নেতার ভেড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার

By

Published : Apr 13, 2021, 4:01 PM IST

হাড়োয়া (উত্তর 24 পরগনা), 13 এপ্রিল : 17 এপ্রিল পঞ্চম দফার নির্বাচন উত্তর 24 পরগনায় ৷ তার আগে মঙ্গলবার হাড়োয়ায় বিজেপি নেতার ভেড়ি থেকে মিলল বিপুল পরিমাণ কার্তুজ, আগ্নেয়াস্ত্র ও তাজা বোমা । ঘটনায় হিমাংশু সর্দার নামে ওই বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হিমাংশু সর্দারের কাছ থেকে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, 10 রাউন্ড কার্তুজ এবং 6টি তাজা বোমা উদ্ধার হয়েছে । ভোটে অশান্তি কিংবা বড়সড় কোনও অপরাধ সংগঠিত করার উদ্দেশ্যেই এই ধরনের আগ্নেয়াস্ত্র, বোমা ও গুলি মজুত করা হয়েছিল বলে অনুমান পুলিশের । পাশাপাশি অন্য সম্ভাবনার দিকগুলিও খতিয়ে দেখছে তদন্তকারীরা ৷ জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এদিন ভোরে হাড়োয়ার মুন্সির ঘেরি এলাকায় বিজেপি নেতা হিমাংশু সর্দারের ভেড়িতে অভিযান চালায় পুলিশের একটি দল । সেখানে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে পুলিশ । গোপালনগর এক নম্বর ব্লকের বিজেপি নেতা হিমাংশু সর্দারকে গ্রেফতার করা হয়েছে ।

আরও পড়ুন : সোনারপুরে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

আগামী 17 এপ্রিল পঞ্চম দফায় উত্তর 24 পরগনা 16টি কেন্দ্রে ভোট গ্রহণ । তার মধ্যে রয়েছে হাড়োয়া বিধানসভা কেন্দ্রও । ভোট শুরু হওয়ার আগে থেকেই হাড়োয়ার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক অশান্তি । কখনও তৃণমূলের হামলায় আইএসএফের কর্মী-সমর্থকদের আক্রান্ত হওয়ার অভিযোগ । আবার কখনও শাসকদলের কর্মী-সমর্থকদের রক্তাক্ত হওয়ার ঘটনা ঘটেছে ৷ যে ঘটনায় আইএসএফের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ ফলে, গত কয়েকদিন ধরে রাজনৈতিক সংঘর্ষে এমনিতেই তেতে রয়েছে হাড়োয়া বিধানসভা কেন্দ্র । তার ওপর বিজেপি নেতা হিমাংশু সর্দারের কাছ থেকে তাজা বোমা, কার্তুজ ও আগ্নেয়াস্ত্র মেলায় ভোটের উত্তাপ আরও বাড়াবে বলেই আশঙ্কা করা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details