পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অশোকনগরে তৃণমূল ছেড়ে বিজেপিতে প্রায় 80 জন কর্মী-সমর্থক - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের খবর

অশোকনগরে শক্তি বৃদ্ধি পেল গেরুয়া শিবিরের । । তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগদান করলেন প্রায় 80 জন তৃণমূল কর্মী-সমর্থক ।

TMC workers joining bjp
তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগদান করলেন 80 জনের মত তৃণমূলের কর্মী সমর্থকের

By

Published : Apr 9, 2021, 11:12 AM IST

অশোকনগর, 9 এপ্রিল : অশোকনগরে শক্তি বাড়াল গেরুয়া শিবির । বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রায় 80 জন কর্মী-সমর্থক । বৃহস্পতিবার দুপুরে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন অশোকনগরের বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তী ।

অশোকনগর 23 নম্বর ওয়ার্ডের ঘটনা । বিজেপিতে যোগদান করে বঙ্কিম সর্দার নামে এক কর্মী বলেন," তৃণমূলের নীতি-আদর্শ দেখে দলটা করতাম। বর্তমানে তৃণমূলে অনেক অরাজকতা। সেই কারণে ওই দল ছেড়ে নরেন্দ্র মোদির নীতি-আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগদান করলাম । আজ তো মাত্র 80 জন এসেছে, আগামীতে 180 জন আসবে ।"

এবিষয়ে তনুজা চক্রবর্তী বলেন, "অশোকনগর 23 নম্বর ওয়ার্ডে যেসব কর্মী পতাকা ধরে মমতা বন্দোপাধ্যায়ের হাতে অশোকনগর তুলে দিয়েছিলেন, সেইসব কর্মী আমাদের সম্বল। তাঁরাই এখন তৃণমূলের অরাজকতা ছেড়ে বিজেপিতে আসছেন । সারাদিন ধরে যাঁরা তৃণমূল জিন্দাবাদ বলছেন, কেউ বলছেন ভাইজান জিন্দাবাদ রাতেই তাঁরা আবার আমাদের ফোন করে বলছেন আমরা আছি ।"

তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগদান করলেন 80 জনের মত তৃণমূলের কর্মী সমর্থকের


অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী বলেন, " বিজেপি ছেড়ে যারা তৃণমূলে আছে সেটা কোনও সিনেমা নয়। ওটা সত্যি। আর তৃণমূল ছেড়ে বিজেপিতে যেটা ঢুকছে ওটা সিনেমা।"

ABOUT THE AUTHOR

...view details