পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টুম্পা সোনা গানে মাতিয়ে সংযুক্ত মোর্চার চার প্রার্থীর মনোনয়নপত্র জমা - CPIM

এদিন বনগাঁ উত্তর কেন্দ্রের জোটের সিপিআইএম প্রার্থী পীযূষকান্তি সাহা, গাইঘাটা বিধানসভা কেন্দ্রের সিপিআই প্রার্থী কপিলকৃষ্ণ ঠাকুর, বনগাঁ দক্ষিণ কেন্দ্রের সিপিআইএম প্রার্থী তাপসকুমার বিশ্বাস ও বাগদা বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার জাতীয় কংগ্রেস প্রার্থী প্রবীর কীর্তনিয়া একসঙ্গে মহকুমা শাসকের অফিসে মনোনয়নপত্র জমা দিতে আসেন

সংযুক্ত মোর্চার চার প্রার্থী মনোনয়নপত্র জমা
সংযুক্ত মোর্চার চার প্রার্থী মনোনয়নপত্র জমা

By

Published : Mar 30, 2021, 5:52 PM IST

বনগাঁ, 30 মার্চ : মঙ্গলবার দুপুরে বনগাঁ মহকুমা শাসকের অফিসে মনোনয়নপত্র জমা দিতে আসেন বনগাঁ মহকুমার সংযুক্ত মোর্চার ৪ প্রার্থী । উত্তর ২৪ পরগনার বনগাঁ ৪৪ বাসস্ট্যান্ড থেকে কয়েক হাজার কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে মিছিল করে আসেন তাঁরা । টুম্পা সোনা গানের তালে চার প্রার্থী বনগাঁ এসডিও অফিসে পৌঁছান ।

এদিন বনগাঁ উত্তর কেন্দ্রের জোটের সিপিআইএম প্রার্থী পীযূষকান্তি সাহা, গাইঘাটা বিধানসভা কেন্দ্রের সিপিআই প্রার্থী কপিলকৃষ্ণ ঠাকুর, বনগাঁ দক্ষিণ কেন্দ্রের সিপিআইএম প্রার্থী তাপসকুমার বিশ্বাস ও বাগদা বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার জাতীয় কংগ্রেস প্রার্থী প্রবীর কীর্তনিয়া একসঙ্গে মহকুমা শাসকের অফিসে মনোনয়নপত্র জমা দিতে আসেন । প্রার্থীরা যখন মহকুমা শাসকের অফিসে মনোনয়ন পত্র জমা দিতে ব্যস্ত তখন বাইরে সংযুক্ত মোর্চার কর্মী-সমর্থকরা টুম্পা সোনা গানের তালে নাচতে থাকেন ।

টুম্পা সোনা গানে সংযুক্ত মোর্চার চার প্রার্থীর মনোনয়নপত্র জমা

আরও পড়ুন :রাহুল সিনহাকে গো ব্যাক স্লোগান হাবড়ায়

মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে পীযূষকান্তি দাস বলেন, "তৃণমূল ও বিজেপি উভয়ই আমাদের প্রতিপক্ষ । অপশাসন, তোলাবাজির বিরুদ্ধে মানুষ জোটের প্রার্থীদের ভোট দেবেন । জোট এবার জয়লাভ করবে ।’’ বাগদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্রবীর কীর্তনীয়া বলেন, "২০১৬ সালে জোটের হয়ে কংগ্রেস প্রার্থী দুলাল বর জয়লাভ করেছিলেন । মানুষ এবারও আমাদের আশীর্বাদ করবেন ।"

ABOUT THE AUTHOR

...view details