পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনা ইস্যুতে মোদিকে কাঠগড়ায় তুললেন মমতা

করোনা সহ একাধিক ইস্যুতে বিজেপির সরকারকে কাঠগড়ায় তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার হাবড়া বিধানসভার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিকের সমর্থনে উত্তর 24 পরগনার হাবড়ার জনসভা থেকে এভাবেই বিজেপিকে বিঁধলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

করোনা ইস্যুতে মোদিকে কাঠগড়ায় তুললেন মমতা
করোনা ইস্যুতে মোদিকে কাঠগড়ায় তুললেন মমতা

By

Published : Apr 16, 2021, 11:06 PM IST

হাবড়া , 16 এপ্রিল : "নরেন্দ্র মোদির সরকার শুধুমাত্র নির্বাচন করতে গিয়ে করোনাকে অবজ্ঞা করছে । তাই আজ কয়েক লক্ষ কোভিড বেড়ে গেছে, " শুক্রবার উত্তর 24 পরগনার হাবড়ার জনসভা থেকে এভাবেই বিজেপিকে বিঁধলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

হাবড়া বিধানসভার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিকের সমর্থনে শুক্রবার হাবড়ায় জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । এদিনের সভা থেকে একাধিক ইস্যুতে কেন্দ্র সরকারকে আক্রমণ করেন তিনি । করোনা ইস্যুতেও বিজেপি সরকারকে এদিন নিশানা করেন তৃণমূল সুপ্রিমো।

রাজ্যে প্রতিনিয়তই লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই বিষয়ে মোদি সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন , ছয় মাস সময় পেয়েছে ৷ যদি সবাইকে টিকা দিত তাহলে আজকে নতুন করে করোনা বাড়ত না। নরেন্দ্র মোদির সরকার শুধুমাত্র নির্বাচন করতে গিয়ে করোনাকে অবজ্ঞা করেছে । তাই আজ সারা ভারতবর্ষে কয়েক লক্ষ করোনা আক্রান্তের সংখ্যা আবার বেড়ে গিয়েছে ।"

তিনি আরও বলেন , "দশটা রাজ্য যেখানে করোনা এগিয়ে আছে তার মধ্যে যদিও বাংলা নেই । কিন্তু কত দিন আটকে রাখব ?"

এর পাশাপাশি মোদিকে কটাক্ষ করে তিনি বলেন , "নরেন্দ্র মোদির যেখানে মিটিং হচ্ছে বাইরে থেকে এক হাজার লোক এসে প্যান্ডেল করছে । বাইরের লোকেরা এসে বসে আছে । সব হোটেল ভর্তি । সমস্ত বহিরাগত গুন্ডারা বসে আছে। কার করোনা হয়েছে , কি না হয়েছে কি করে জানবো ? করোনা নিয়েই সবাই চলে আসছে । কারোর কোনও টেস্ট হচ্ছে না। আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করবো যারা বহিরাগত আছেন, তাঁদের প্রত্যেককে টেস্ট করে তারপরেই বাংলায় ঢুকতে দেবেন।"

করোনা ইস্যুতে মোদিকে কাঠগড়ায় তুললেন মমতা

কেন্দ্রীয় বাহিনীও করোনা নিয়ে আসছে বলে এদিন তিনি দাবি করেন। পাশাপাশি কিছুদিন আগে মোদির বাংলাদেশ সফরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "তিনি এবার বাংলাদেশে গিয়েছিলেন শুধুমাত্র নির্বাচনের জন্য। অন্যান্য সময় যখন বাংলাদেশে যান তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কে সঙ্গে নিয়ে যান । এবার জানাননি । তাই আর কখনো মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদির সঙ্গে যাবেন না ৷ যদি প্রয়োজন হয় মমতা বন্দ্যোপাধ্যায় একাই যাবেন বাংলাদেশ। "

আরও পড়ুন :করোনা আক্রান্ত হয়ে প্রয়াত জঙ্গিপুরের সংযুক্ত মোর্চা প্রার্থী প্রদীপ নন্দী

ABOUT THE AUTHOR

...view details