পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bengal civic polls 2022: তৃণমূলের টিকিট পাননি প্রাক্তন পৌরপ্রধান, কংগ্রেসের প্রার্থী হলেন মেয়ে-ভাই

তৃণমূলের টিকিট পাননি বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান শংকর আঢ্য (Ex chairman of Bongaon municipality does not get ticket)। তাই কংগ্রেসের প্রার্থী হলেন তাঁর মেয়ে ও ভাই (daughter brother become congress candidate)৷

bengal-civic-polls-2022-ex-chairman-of-bongaon-municipality-does-not-get-ticket-his-daughter-brother-become-congress-candidate
তৃণমূলের টিকিট পাননি বনগাঁর প্রাক্তন পৌরপ্রধান, কংগ্রেসের প্রার্থী হলেন মেয়ে-ভাই

By

Published : Feb 10, 2022, 9:00 AM IST

Updated : Feb 10, 2022, 9:40 AM IST

বনগাঁ, 10 ফেব্রুয়ারি : পৌরসভা নির্বাচনের (Bengal civic polls 2022) টিকিট পাননি বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান শংকর আঢ্য (Ex chairman of Bongaon municipality does not get ticket)। তবে কংগ্রেসে যোগদান করলেন তাঁর মেয়ে ঋতুপর্ণা আঢ্য ও ভাই মলয় আঢ্য । তাঁরা প্রার্থীও হয়েছেন ৷ ঋতুপর্ণা 17 নম্বর ওয়ার্ডে ও মলয় 3 নম্বর ওয়ার্ডে কংগ্রেসের হয়ে বুধবার মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৷ এই নিয়ে বনগাঁয় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ।

বুধবার সকালে বনগাঁর কংগ্রেস কার্যালয়ে গিয়ে সোনিয়া গান্ধির দলে যোগদান করেন শংকরের মেয়ে ঋতুপর্ণা ও ভাই মলয় (daughter brother become congress candidate)। দুপুরে কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে মহকুমাশাসকের দফতরে মনোনয়ন পত্র জমা দেন তাঁরা । অন্যদিকে শংকরের স্ত্রী জ্যোৎস্না আঢ্য 4 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ৷ তিনি বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরমাতাও । স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, শংকরের অনুমতি ছাড়া মেয়ে ও ভাই কী করে কংগ্রেস প্রার্থী হলেন ?

বিষয়টি নিয়ে শংকর আঢ্য বলেন, "শুনলাম মেয়ে ও ভাই কংগ্রেস প্রার্থী হয়েছেন । তাঁরা দু'জনেই প্রাপ্তবয়স্ক । তাঁদের একটা ব্যক্তিগত মতামত আছে । কারও ব্যক্তিগত মতামতে আমি হস্তক্ষেপ করতে পারি না । যদিও মেয়ে জানিয়েছিল, দাদুর দলের (কংগ্রেস) প্রার্থী হবে । বিষয়টি আমি তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছি ।"

আরও পড়ুন:EC on Municipal Election : সব বুথ স্পর্শকাতর, পরিস্থিতি সামাল দিতে ৯ হাজার পুলিশ: কমিশন

মেয়ে ও ভাইয়ের হয়ে প্রচারে যাবেন কি না সেই প্রশ্নে জল্পনা জিইয়ে রেখে তিনি বলেন, "সময় হলে দেখা যাবে ।" পাশাপাশি তিনি বলেন, " আমি এখন দলের একজন সাধারণ কর্মী । দলের কেউ যদি মনে করেন আমাকে প্রচারে দরকার আছে, ডাকলে আমি যাব ।"

কংগ্রেসের প্রার্থী হলেন বনগাঁর প্রাক্তন পৌরপ্রধানের মেয়ে-ভাই

মনোনয়নপত্র জমা দেওয়ার পর ঋতুপর্ণা আঢ্য বলেন, "আমার দাদু কংগ্রেস করতেন ৷ আমি দাদুর আদর্শ নিয়ে কংগ্রেসে যোগদান করেছি এবং প্রার্থী হয়েছি ।" তাঁর মা তৃণমূল প্রার্থী । এ বিষয়ে তিনি বলেছেন, "কোনও ব্যক্তির আলাদা সিদ্ধান্ত হতেই পারে ।" আর মলয় বাবুর কথায়, "আমার বাবা প্রয়াত হারাধন আঢ্য কংগ্রেস করতেন । সে কারণে আমি কংগ্রেস থেকে দাঁড়িয়েছি । কে কোন দল থেকে ভোটে দাঁড়াবে সেটা গণতান্ত্রিক অধিকার ।"

শংকর আঢ্যর মেয়ে এবং ভাইয়ের কংগ্রেস প্রার্থী হওয়া নিয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলোরানি সরকার বলেন, "একই পরিবারের কে কোন দলের হয়ে ভোটে লড়বেন সেটা তাঁদের ব্যক্তিগত বিষয় । এ নিয়ে আমার কোন বক্তব্য নেই । সমস্ত বিষয়টি দল দেখছে ।"

আরও পড়ুন: Bengal Civic Polls 2022 : শ্রীরামপুরে স্ত্রী তৃণমূল প্রার্থী, স্বামী মনোনয়ন দিলেন নির্দলে

প্রসঙ্গত, শংকর আঢ্যকে তৃণমূল প্রার্থী না করায় বনগাঁ শহরে বিক্ষোভ-অবরোধ করেছিলেন তৃণমূল কর্মীদের একাংশ । তাঁকে প্রর্থী করার দাবি তুলেছিলেন তাঁরা। মঙ্গলবার 17 নম্বর ওয়ার্ডের কর্মী সমর্থকদের নিয়ে একটি মিটিংও করেছেন শংকর আঢ্য । তাঁর মেয়ে ও ভাই কংগ্রেস প্রার্থী হওয়ায় রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে ৷

Last Updated : Feb 10, 2022, 9:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details