পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Leader Amitava Chakravorty : তাঁকে ঘিরে বিজেপি'র অন্দরে ক্ষোভের মধ্যেই নেতাজি স্মরণে অমিতাভ চক্রবর্তী - তাঁকে ঘিরে বিজেপি'র অন্দরে ক্ষোভের মধ্যেই নেতাজি স্মরণে অমিতাভ চক্রবর্তী

দলের অন্দরে তাঁকে নিয়ে তৈরি হওয়া ক্ষোভ প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি অমিতাভ চক্রবর্তী (BJP Leader Amitava Chakravorty)

BJP Leader Amitava Chakravorty
নেতাজি স্মরণে অমিতাভ চক্রবর্তী

By

Published : Jan 23, 2022, 3:55 PM IST

বারাসত, 23 জানুয়ারি: তাঁকে নিয়ে দলের অন্দরের একাংশের ক্ষোভের মধ্যেই প্রকাশ্যে এলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী (BJP Leader Amitava Chakravorty) ৷ রবিরার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষ্যে বারাসতে এক কর্মসূচিতে যোগ দেন তিনি ৷ দলীয় উদ্যোগে এদিন বারাসতের হেলাবটতলা মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন তিনি । তাঁর সঙ্গে ছিলেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র-সহ দলের নেতা-কর্মীরা । তাঁকে ঘিরে দলের অন্দরে যে অসন্তোষ দানা বেঁধেছে তা নিয়ে এদিন সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি এই বিজেপি নেতা ৷ তবে অমিতাভ চক্রবর্তীর বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝাই যাচ্ছিল যে তিনি যথেষ্ট চাপের মধ্যে রয়েছেন।

আরও পড়ুন : ভাটপাড়ায় ধুন্ধুমার, নেতাজিকে শ্রদ্ধা জানাতে গিয়ে আক্রান্ত অর্জুন সিং

অমিতাভ চক্রবর্তীকে ঘিরে গত কয়েকদিন ধরেই সরগরম রাজ্য বিজেপি' র অন্দরমহল ৷ তাঁর বিরুদ্ধে পোস্টার, ব্যানারও পড়েছে একাধিক জায়গায় ৷ সম্প্রতি তাঁর নাম না করে অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং সর্বভারতীয় মতুয়া মহাসঙ্ঘের সংঙ্ঘাধিপতি বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর । তিনি দলকে কুক্ষিগত করার চেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগ করেছিলেন শান্তনু ৷ দলকে বাঁচাতে আলাদা মঞ্চ গড়ে আন্দোলনে নামারও ডাক দিয়েছেন বনগাঁর সাংসদ ৷ রাজ্য বিজেপির অন্দরে নয়া জেলা ও রাজ্য কমিটি ঘিরে যে বিদ্রোহের বাতাবরণ তৈরি হয়েছে, তাতে নয়া মাত্রা পায় শান্তনুর মন্তব্যে ৷ এই সমগ্র বিবাদের কেন্দ্রেই রয়েছেন অমিতাভ চক্রবর্তী ৷ এই পরিস্থিতির মধ্যেই এদিন দলীয় কর্মসূচিতে দেখা মিলল তাঁর ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details