ঠাকুরনগর (উত্তর 24 পরগনা), 10 নভেম্বর: ‘‘আমরা সমস্ত উদ্বাস্তুদের এখানে জায়গা দেব । 2024 সালের আগে মতুয়া (Matua) উদ্বাস্তুরা নাগরিকত্ব পাবেন । মুখ্যমন্ত্রী চাইলেও আটকাতে পারবেন না ।’’ মতুয়া ভূমিতে এসে ফের একবার মতুয়াদের আশ্বস্ত করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) । পাশাপাশি এদিন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বিড়ালের সঙ্গে তুলনা করে বলেন, ‘‘এবার গদিটা নিয়ে নেব, বিড়ালকে ঘরছাড়া করব ।’’
বৃহস্পতিবার উত্তর 24 পরগনার ঠাকুরনগরে দলীয় কর্মী সম্মেলনে যোগদান করেছিলেন রাজ্য বিজেপির (BJP) সভাপতি সুকান্ত মজুমদার । মঞ্চে তিনি বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারকে একাধিক ইস্যুতে আক্রমণ করেন ৷ মতুয়াদের আশ্বস্ত করে বলেন, ‘‘রাম মন্দির কেন্দ্রীয় বিজেপির কাছে এমন একটা ইস্যু ছিল, যেখানে বিজেপি কোনও রকম সমঝোতা করত না । সেই রকম রাজ্যে বিজেপির কাছে মতুয়া উদ্বাস্তুদের নাগরিকত্ব একটা ইস্যু । 2024 সালের আগে মতুয়া উদ্বাস্তুরা নাগরিকত্ব পাবেন । মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও আটকাতে পারবেন না । সমস্ত উদ্বাস্তুদের আমরা এখানে জায়গা দেব ।"