পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খাদ্যপণ্য কম দেওয়ার অভিযোগে রেশন দোকানে তালা - ration shop agitation

রেশন ডিলারের বিরুদ্ধে বরাদ্দ খাদ্যপণ্য কম দেওয়ার এবং রেশন কার্ড আটকে রাখার অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা ৷ অভিযুক্ত রেশন ডিলারের দোকানে ঝোলানো হল তালা ৷ উত্তর 24 পরগনার বাগদার ঘটনা ৷ যাবতীয় অভিযোগ অস্বীকার রেশন ডিলারের ৷

beneficiaries agitation in front ration shop at bagdah
খাদ্য পণ্য কম দেওয়ার অভিযোগে রেশন দোকানে তালা

By

Published : Jun 5, 2021, 4:28 PM IST

বাগদা, 5 জুন : রেশনের বরাদ্দ খাদ্যপণ্য কম দেওয়ার ও রেশন কার্ড জমা নিয়ে রেশন না দেওয়ার অভিযোগ উঠল সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে ৷ প্রতিবাদে রেশন দোকানে তালা দিয়ে বিক্ষোভ দেখান গ্রাহকরা ৷ শনিবার সকালে উত্তর 24 পরগনার বাগদায় স্থানীয় রেশন ডিলার বিকাশ সরকারের রেশন দোকানে তালা দিয়ে দেন গ্রাহকরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ উঠে যায় ৷

উপাভোক্তাদের অভিযোগ, বাগদা বাজারের রেশন ডিলার বিকাশ সরকার দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের রেশন সামগ্রী পরিমাণে কম দিচ্ছেন ৷ এবং নানা অজুহাতে উপভোক্তাদের রেশন কার্ড দীর্ঘদিন নিজের কাছে রেখে দিচ্ছেন তিনি ৷ সেই কার্ডে বরাদ্দ পণ্যও দিচ্ছেন না ৷

বরাদ্দ খাদ্য পণ্য না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা ৷

উপভোক্তারা জানিয়েছেন, একটি অন্ত্যোদয় কার্ডে মাসে 15 কেজি চাল ও 20 প্যাকেট আটা দেওয়ার কথা ৷ কিন্তু তাঁদের দেওয়া হচ্ছে 15 প্যাকেট আটা ৷ অভিযোগ, শনিবার সকালেও আটা কম দিয়েছেন ওই রেশন ডিলার ৷ যা নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয় ৷ উত্তেজিত উপভোক্তারা বিকাশ সরকারের রেশন দোকানে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগদা থানার পুলিশ ৷ পুলিশের হস্তক্ষেপে উপভোক্তারা বিক্ষোভ তুলে নিলেও বেলা প্রায় সাড়ে 11 টা পর্যন্ত রেশন দোকানের তালা খুলতে দেননি তাঁরা ৷

আরও পড়ুন :চাকরির নামে প্রতারণা, অভিযুক্তদের বাড়ির সামনে বিক্ষোভ ভুক্তভোগীদের

যদিও অভিযুক্ত রেশন ডিলার বিকাশ সরকারের দাবি, ‘‘আটা কম দেওয়ার কোনও প্রশ্নই নেই ৷ কোনও কার্ডে বরাদ্দ পণ্য না দেওয়া হলে সেখানে আমরা ডিউ লিখে দিই ৷ এক মাসের মধ্যে সেই পণ্য এলে আমরা গ্রাহকদের বকেয়া মিটিয়ে দিই ৷’’

ABOUT THE AUTHOR

...view details