দেগঙ্গা,23 জুলাই :কোরোনায় আক্রান্ত তৃণমূলের দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি। তার জেরে জীবাণুমুক্ত করা হল স্থানীয় BDO অফিস। আজ সকালে BDO অফিসের লন থেকে শুরু করে বিভিন্ন দপ্তর স্যানিটাইজ় করা হল । তদারকি করেন জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ এ.কে.এম.ফারহাদ। কিছুদিন আগেই কোরোনায় আক্রান্ত হয়েছিলেন দেগঙ্গার ওই তৃনমূল নেতাও। কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর পর সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন তিনি। চিকিৎসকদের পরামর্শে আপাতত তিনি হোম আইসোলেশনে আছেন। প্রশাসন সূত্রে জানা গেছে,দেগঙ্গা BDO অফিসের মধ্যেই পঞ্চায়েত সমিতির অফিস,যেহেতু পঞ্চায়েত সমিতির সভাপতি সংক্রমিত হয়েছেন সেই কারনে জীবাণুমুক্ত করা হয় BDO অফিস সহ সমস্ত দপ্তর।তবে,এখনই BDO অফিস বন্ধ হচ্ছে না। সংক্রমণ রুখতে নিয়মিত স্যানিটাইজ় করার কাজ চলবে।
আক্রান্ত পঞ্চায়েত সমিতির সভাপতি,জীবাণুমুক্ত করা হল দেগঙ্গা BDO অফিস - দেগঙ্গা
দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতির কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে। এরপরই তাঁকে ভরতি করা হয় বারাসত কদম্বগাছির কোরোনা হাসপাতালে। আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁর। আজ সকালে BDO অফিসের লন থেকে শুরু করে বিভিন্ন দপ্তর স্যানিটাইজ় করা হল । তদারকি করেন জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ এ.কে.এম.ফারহাদ।
জানা গেছে,গতকাল দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতির কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে। এরপরই তাঁকে ভরতি করা হয় বারাসত কদম্বগাছির কোরোনা হাসপাতালে। আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁর। সংক্রমিত হওয়ার আগে তিনি তাঁর দপ্তরে গিয়ে দায়িত্ব পালন করছিলেল । যোগ দিয়েছিলেন বিভিন্ন কর্মসূচিতেও। ফলে সেখান থেকে কোনওভাবে তিনি আক্রান্ত হয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি প্রশাসনের তরফে আক্রান্তের সংস্পর্শে আরও কারা এসেছিলেন তার তালিকা তৈরির চেষ্টা চলছে । ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের গাইডলাইন মেনে আক্রান্তের পরিবারের লোকেদের হোম কোয়ারানটাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আক্রান্তের সোহাই এলাকার বাড়ি ও তার আশপাশ জীবাণুমুক্ত করা হয়েছে।
এই বিষয়ে দেগঙ্গার BDO সুব্রত মল্লিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন “পঞ্চায়েত সমিতির সভাপতি আক্রান্ত হওয়ার পর যা যা পদক্ষেপ নেওয়া দরকার তা সবই নেওয়া হয়েছে।পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। ”