পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Manipur Landslide: মণিপুরের ধসে মৃত বসিরহাটের জওয়ান, দেহ ফিরবে রবিবার

চরম উৎকণ্ঠার মধ্যেই নিখোঁজ সেনা জওয়ানের বাড়িতে এল মৃত্য সংবাদ‌ (Manipur Landslide)। 48 ঘন্টা পর সেনা জওয়ানের নিথর দেহ উদ্ধার হল ধসের স্তূপ থেকে । রবিবার কফিন বন্দি দেহ ফিরবে বসিরহাটে ।

Basirhat Jawan dies in Manipur Landslide
Manipur Landslide

By

Published : Jul 2, 2022, 7:08 PM IST

বসিরহাট, 2 জুলাই: চরম উৎকণ্ঠার মধ্যেই মণিপুরে ধসে (Manipur Landslide) নিখোঁজ সেনা জওয়ান শেখ মহিউদ্দিনের বসিরহাটের বাড়িতে এল মৃত্যু সংবাদ । 48 ঘন্টা পর শনিবার সকালে ওই সেনা জওয়ানের নিথর দেহ উদ্ধার হয়েছে ধসের স্তূপের নিচ থেকে । মণিপুরের এই দুঃসংবাদ কয়েক হাজার কিলোমিটার দূরে বসিরহাটের মাটিয়া থানা এলাকার বাড়িতে পৌঁছতেই বিষাদের সুর নিহত সেনা জওয়ানের পরিবারে । এলাকায় নেমে এসেছে শোকের ছায়াও । বছর বত্রিশের মহিউদ্দিনের দেহ আপাতত নিজেদের তত্ত্বাবধানে রেখেছে ভারতীয় সেনা । সূত্রের খবর, মণিপুরের সেনা হাসপাতালে ময়নাতদন্তের পর রবিবার বসিরহাটের বাড়িতে ফিরবে ওই সেনা জওয়ানের দেহ ।

বুধবার গভীর রাতে আচমকাই ধস নামে মণিপুরের ননে জেলার টুপুল রেলইয়ার্ডে । সেখানে রেললাইন পাতার কাজ চলছিল । আর তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন মহিউদ্দিন-সহ একাধিক সেনা জওয়ান । ধসে কার্যত বিলীন হয়ে যায় টুপুল রেলইয়ার্ডের সেনা ক‍্যাম্প । ধসের জেরে এখনও পর্যন্ত 81 জনের মৃত্যুর খবর সামনে এসেছে । খোঁজ মিলছে না আরও অনেকের । তাঁদের হদিশ পেতে দিনরাত এক করে উদ্ধার চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল । তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধারকার্য চালাতে গিয়ে বাঁধা পেতে হচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যদের । জানা গিয়েছে, নিহতদের মধ্যে পশ্চিমবঙ্গের 10 জন সেনা জওয়ান রয়েছে । যাদের বেশিরভাগেরই বাড়ি দার্জিলিং, মিরিক এবং কালিম্পয়ে । মর্মান্তিক এই ঘটনায় ইতিমধ্যে শোকজ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

মণিপুরে ভূমিধসের ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন এই রাজ্যের বসিরহাটের বাসিন্দা, সেনা জওয়ান শেখ মহিউদ্দিন । মহিউদ্দিনের বাড়ি উত্তর 24 পরগনার মাটিয়া থানার ঘোড়ারস উত্তরপাড়ায় । পরিবারে স্ত্রী ছাড়াও তাঁর একটি দেড় বছরের সন্তান রয়েছে । ধসের ঘটনা ঘটার আগে পরিবারের সঙ্গে ওই সেনা জওয়ানের শেষ কথা হয়েছিল বুধবার সন্ধ্যায় । তারপর থেকেই কোনওরকম যোগাযোগ করা সম্ভব হয়নি পরিবারের লোকেদের । টেলিভিশনের মাধ্যমেই ভূমিধসে স্বামীর নিখোঁজ হওয়ার বিষয়টি প্রথম জানতে পারেন মহিউদ্দিনের স্ত্রী রিমানা ইয়াসমিন । তখন থেকেই চরম উৎকণ্ঠার দিন কাটছিল সেনা জওয়ানের পরিবারে । তবে চোট আঘাত লাগলেও পরিবারের আশা ছিল মহিউদ্দিনকে হয়তো ধসের স্তূপের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে । সেই আশা নিরাশায় বদলে গেল 48 ঘন্টার মধ্যেই । ওই সেনা জওয়ানের নিথর দেহ উদ্ধার হল ধসের স্তূপ থেকে (Basirhat Jawan dies in Manipur Landslide)।

আরও পড়ুন:মণিপুরে ধসে মৃত জওয়ানদের 'গার্ড অফ অনার' দিল সেনা

জানা গিয়েছে, গত 9 বছর ধরে টেরিটোরিয়াল আর্মির গোর্খা রেজিমেন্টের 107 নম্বর ব্যাটেলিয়নের সদস্য হিসেবে মণিপুরে কর্মরত মহিউদ্দিন । শেষবার বাড়িতে তিনি এসেছিলেন 2021 সালের 16 অগস্ট । সামনের ঈদে আবারও বাড়িতে আসার কথা ছিল ওই সেনা জওয়ানের । ঈদের আগেই বাড়িতে ফিরবেন ঠিকই । তবে তা কফিন বন্দি হয়ে ।

ABOUT THE AUTHOR

...view details