বারাসত, 17 এপ্রিল : রাজ্যে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে বারাসতের জনবহুল এলাকাগুলিতে জীবাণুনাশক স্প্রে করল দমকল ।
আজ বারাসত পৌরসভা জঞ্জাল ও নিকাশি বিভাগের পৌর পারিষদ তাপস দাশগুপ্তের তদারিকে বারাসতের তিতুমীর বাস টার্মিনাস, মাছের আড়ত, শপিং মল, সরকারি আবাসন-সহ একাধিক জায়গায় জীবাণুনাশক স্প্রে করা হয় । জলকামানের মাধ্যমে হাইপোক্লোরাইড সলিউশনের মাধ্যমে এলাকাগুলি জীবাণুমুক্ত করা হয় ।