ব্যারাকপুর, 7 ফেব্রুয়ারি :সম্প্রতি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে নির্দেশ দেন, তিনি যেন ব্যারাকপুর শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের গোয়েন্দাদের সাহায্য নেন । একইসঙ্গে যে বহিরাগতরা সেখানে গোলমাল পাকাচ্ছে তাদের গতিবিধির ওপরও যেন নজর রাখা হয় ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশ মতই এদিন কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ এবং ব্যারাকপুর সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যদের মধ্যে একটি বৈঠক হয় (Barrackpore Police Commissionerate ) ।
জানা গিয়েছে, মূলত ব্যারাকপুর এবং কলকাতার সংযোগস্থলগুলির উপর বিশেষভাবে নজরদারি চালাবে কলকাতা পুলিশ । পাশাপাশি ব্যারাকপুর শিল্পাঞ্চলে কোন কোন বহিরাগতরা দুষ্কৃতীমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হবে ৷ তাদের গতিবিধির ওপর নজর রাখবে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ অর্থাৎ সিআইডি, কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স গোয়েন্দারা একযোগে কাজ করবেন ।