পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Barrackpore City Police : মমতার নির্দেশ, শান্তিরক্ষায় কলকাতা-রাজ্য পুলিশের সাহায্য নেবে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট

ব্যারাকপুর শিল্পাঞ্চলে বহিরাগতদের আনাগোনা খুঁটিনাটি তথ্য জানতে এবার একযোগে কাজ করবে সিআইডি, কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্সের গোয়েন্দারা (Barrackpore Police Commissionerate ) ।

BCP
কলকাতা-রাজ্য পুলিশের সাহায্য নেবে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট

By

Published : Feb 7, 2022, 8:29 PM IST

ব্যারাকপুর, 7 ফেব্রুয়ারি :সম্প্রতি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে নির্দেশ দেন, তিনি যেন ব্যারাকপুর শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের গোয়েন্দাদের সাহায্য নেন । একইসঙ্গে যে বহিরাগতরা সেখানে গোলমাল পাকাচ্ছে তাদের গতিবিধির ওপরও যেন নজর রাখা হয় ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশ মতই এদিন কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ এবং ব্যারাকপুর সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যদের মধ্যে একটি বৈঠক হয় (Barrackpore Police Commissionerate ) ।

জানা গিয়েছে, মূলত ব্যারাকপুর এবং কলকাতার সংযোগস্থলগুলির উপর বিশেষভাবে নজরদারি চালাবে কলকাতা পুলিশ । পাশাপাশি ব্যারাকপুর শিল্পাঞ্চলে কোন কোন বহিরাগতরা দুষ্কৃতীমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হবে ৷ তাদের গতিবিধির ওপর নজর রাখবে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ অর্থাৎ সিআইডি, কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স গোয়েন্দারা একযোগে কাজ করবেন ।

কোনও রকমের অপ্রীতিকর ঘটনা হলে ব্যারাকপুর কমিশনারেট কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের সাহায্য নেবে । পাশাপাশি কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর বাড়তি নজরদারি চালাতে চাইছে ব্যারাকপুর সিটি পুলিশ । বর্তমানে কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর নজরদারির যে প্রক্রিয়া চালানো হয় তা মূলত অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর থেকে শুরু করে কনস্টেবল এবং সিভিক ভলেন্টিয়াররা প্রাথমিকভাবে দেখাশোনা করেন ।

আরও পড়ুন : 7 পৌরসভাকে নিয়ে গঠন হতে চলেছে ব্যারাকপুর পৌরনিগম

ব্যারাকপুর সিটি পুলিশের কর্তারা চাইছেন, এই নজরদারি মূলত গোয়েন্দা নজরদারিতে আনা হোক । তাঁদের অনুমান, হুগলি-চন্দননগর-রিষড়ার সঙ্গে ব্যারাকপুর-জগদ্দল-ভাটপাড়ার নদীপথের সংযোগস্থলকে হাতিয়ার করতে পারে দুষ্কৃতীরা । সেক্ষেত্রে নদীপথের ওপর কীভাবে বাড়তি নজরদারি চালানো সম্ভব, সেই বিষয়ে চিন্তাভাবনা করছে রাজ্য পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details