পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গ্রামীণ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার ও কনসেনট্রেটর দিয়ে সাহায্য পুলিশের - গ্রামীন হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার ও কনসেনট্রেটর দিয়ে সাহায্য পুলিশের

বারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে কাউগাছি গ্রামীণ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার ও কনসেনট্রেটরের ব্যবস্থা করা হল ৷ ফলে এলাকার মানুষ অনেকটাই উপকৃত হবেন বলে আশাবাদী জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ৷

গ্রামীন হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার ও কনসেনট্রেটর দিয়ে সাহায্য পুলিশের
গ্রামীন হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার ও কনসেনট্রেটর দিয়ে সাহায্য পুলিশের

By

Published : May 31, 2021, 4:09 PM IST

বারাকপুর, 31 মে :জগদ্দল বিধানসভার কাউগাছি গ্রাম পঞ্চায়েতের গ্রামীণ বিবেকানন্দ মিশন হাসপাতালে দু'টি অক্সিজেন কনসেনট্রেটর ও তিনটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে সাহায্য করলেন বারাকপুরের পুলিশ কমিশনার মনোজকুমার বর্মা। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সোমনাথ শ্যাম।

দেশে বাড়বাড়ন্ত করোনা পরিস্থিতি ৷ বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের হাহাকার ৷ পর্যাপ্ত বেডের অভাবে ধুঁকছেন করোনা রোগীরা ৷ সেইসময় গ্রামীণ হাসপাতালে অক্সিজেন সরবরাহ সচল রাখতে অক্সিজেন কনসেনট্রেটর ও অক্সিজেন সিলিন্ডার দান করোনা রোগীদের সুস্থতায় সাহায্য করবে ৷

পুলিশ কমিশনার মনোজকুমার বর্মা বলেন, "ইতিমধ্যেই জেলাশাসকের হাতে কমিশনারেটের তরফে 85টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেওয়া হয়েছে। অক্সিজেনের প্রয়োজন মেটাতে একটি অক্সিজেন বাস রাখা হয়েছে। বাড়িতে বাড়িতে সিলিন্ডার পৌছানোর ব্যবস্থা করা হয়েছে। পুলিশ এধরনের সাহায্যের জন্য তৈরি রয়েছে। "

দু'টি অক্সিজেন কন্সিট্রেটর ও তিনটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে সাহায্য করলেন বারাকপুরের পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা

আরও পড়ুন :চলতি বছরের মধ্যেই সমস্ত দেশবাসীকে ভ্যাকসিন, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র


সোমনাথ শ্যাম বললেন, "এর আগেও পুলিশ কমিশনারের উদ্যোগে আমরা জেলাশাসকের তরফে সাহায্য পেয়ছি। এবার উনি নিজের হাতে রোগীদের সাহাযার্থে অক্সিজেনের ব্যবস্থা করে দিলেন। এর ফলে অনেকটাই উপকৃত হবেন এই এলাকার মানুষ।"

ABOUT THE AUTHOR

...view details