ব্যারাকপুর, 3 জুলাই : কাটমানি ফেরানোর দাবিতে উত্তাল ব্যারাকপুর পৌরসভার 4 ও 5 নম্বর ওয়ার্ড । পৌরপ্রধান তথা 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উত্তম দাস ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপা বিশ্বাসের বিরুদ্ধে কাটমানি ফেরানোর দাবিতে পড়ল পোস্টার ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্প ইন্দিরা আবাস যোজনার ২৫% কাটমানি হিসেবে আত্মসাৎ করেছেন উত্তম দাস ও সন্দীপা বিশ্বাস । আজ সকালে দেখা যায় পৌরপ্রধানের ফ্ল্যাট সহ গোটা 5 নম্বর ও 4 নম্বর ওয়ার্ডে কাটমানি ফেরতের দাবিতে পোষ্টার লাগানো রয়েছে ।