পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Arjun Singh: অভিষেকের কনভয়ে হামলার সময় পুলিশের ভূমিকা ছিল ঠুঁটো জগন্নাথের মতো, ফের সরব অর্জুন

ফের পুলিশের বিরুদ্ধে সরব হলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ৷ এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা নিয়ে তিনি পুলিশের ভূমিকার সমালোচনা করলেন ৷ তাঁর দাবি, হামলার সময় পুলিশের ভূমিকা ঠুঁটো জগন্নাথের মতো ছিল ৷

Arjun Singh
Arjun Singh

By

Published : May 27, 2023, 4:43 PM IST

ফের পুলিশের বিরুদ্ধে সরব ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং

ব্যারাকপুর (উত্তর 24 পরগনা), 27 মে: ফের অর্জুন সিংয়ের নিশানায় রাজ্যের পুলিশ ৷ এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার অভিযোগ নিয়ে তিনি নিশানা করলেন পুলিশকে ৷ শনিবার তিনি সরাসরি পুলিশের একাংশের বিরুদ্ধে সরকার ও শাসদ দল তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন ৷ এমনকী, অভিষেকের কনভয়ে হামলার সময় পুলিশের ভূমিকা ঠুঁটো জগন্নাথের মতো দেখছিল বলেও অভিযোগ করেছেন বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসা এই সাংসদ ৷

প্রসঙ্গত, গত বুধবার উত্তর 24 পরগনার ব্যারাকপুরে একটি সোনার দোকানে শুটআউট হয় ৷ সেই ঘটনায় দোকান মালিকের ছেলের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ এই নিয়ে গত কয়েকদিন ধরেই পুলিশের বিরুদ্ধে তোপ দাগছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ৷ যা নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরেই তাঁকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে ৷ সেই নিয়ে শনিবার পালটা নিজের বক্তব্য জানান অর্জুন ৷

তিনি বলেন, ‘‘প্রথমত যাঁরা বলছেন, তাঁরা দলকে কতটা ভালোবাসেন আমি জানি না ৷ দলের ব্যাপারে কত বোঝেন আমি জানি না ৷ যেভাবে এখানকার মানুষ দলের বিরুদ্ধে হয়ে কথা বলছিলেন, সেখানে আমি যা ভূমিকা নিয়েছি, সেটাই দলের সঠিক ভূমিকা হওয়া উচিত ছিল ৷ পুলিশের একাংশ এই বদমাইশি না করলে এই ধরনের ঘটনা ঘটে না ৷’’ এর পরই ব্যারাকপুরের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার প্রসঙ্গ টানেন ৷

অর্জুন সিং বলেন, ‘‘তার প্রমাণ সঙ্গে সঙ্গে বিকেলে পাওয়া গিয়েছে ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা হয়েছে ৷ আর পুলিশ ঠুঁটো জগন্নাথ হয়ে ওখানে দেখছে৷ একটা বড় ঘটনা ঘটতেও পারত ৷ মাকালী রক্ষা করেছেন ৷ উনি বেঁচে গিয়েছেন ৷ না হলে ওঁর উপর ভয়ঙ্কর হামলা করার পরিকল্পনা ছিল, যেটা পুলিশ থেকেও সুরাহা করতে পারেনি ৷ তার মানে কিছু লোক নিশ্চয় বিশ্বাসঘাতকতা করছে ৷’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, শুক্রবার তৃণমূলে নবজোয়ার কর্মসূচি নিয়ে ঝাড়গ্রামে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ রাতে গড়শালবনি হয়ে যখন তিনি ফিরছিলেন, তখন কনভয়ে তাঁর গাড়ি চলে যাওয়ার পরেই মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে ৷ কুড়মিদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে ৷ সেই নিয়েই শনিবার পুলিশের বিরুদ্ধে নিশানা করেছেন অর্জুন ৷

তাঁর কথায়, ‘‘আমি তো সেই জায়গায় নেই যে তদন্ত করব৷ ওতো পুলিশ থাকাকালীন হামলা হয়েছে, তাহলে কী বলা যেতে পারে ? পুলিশ নিষ্ক্রিয় নাকি বিশ্বাসঘাতকতা করছে ! পুলিশের একাংশ দল ও সরকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে ৷’’

এদিকে অর্জুনের ভূমিকার সমালোচনা শোনা গিয়েছিল দমদমের সাংসদ সৌগত রায়ের মুখেও ৷ সেই নিয়ে অর্জুনের বক্তব্য, সৌগত রায় ব্যারাকপুর শিল্পাঞ্চলের জুটমিলগুলির সঠিক পরিস্থিতি সম্পর্কে অবগত নন ৷ দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা জুটমিলগুলির অবস্থা শোচনীয় ৷ সেই তুলনায় ব্যারাকপুর এলাকার জুটমিলগুলির অবস্থা অনেক ভালো ৷

আরও পড়ুন:মিছিলে জয় শ্রীরাম ধ্বনি কেন ? জবাব পেতে কুড়মি নেতাদের 48 ঘণ্টা সময় অভিষেকের !

ABOUT THE AUTHOR

...view details