পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বকুনির ভয়ে বাড়ি থেকে পালাল ভাই-বোন, উদ্ধার রেল পুলিশের - Barrackpore latest news

পরীক্ষার নম্বর ভালো না হওয়ায় মা বকতে পারে, এই ভয়ে বাড়ি থেকে পালিয়েছিল দুই শিশু । তাদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল ব্যারাকপুর রেলপুলিশ ।

barrackpore
barrackpore

By

Published : Dec 11, 2019, 1:22 AM IST

Updated : Dec 11, 2019, 5:32 AM IST

ব্যারাকপুর , ১১ ডিসেম্বর : স্কুলের পরীক্ষায় ভাল নম্বর পায়নি । মা বকবে । এই ভয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছিল দুই নাবালক । তাদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল ব্যারাকপুর রেলপুলিশ । এক যুবতির সহযোগিতায় দুই নাবালককে উদ্ধার করা হয়েছে ।

মাঝেরহাট-রানাঘাট লোকালে ওই যুবতির নজরে আসে সাত এবং আট বছরের দুই নাবালক । অন্যান্য দিনের মতই সন্ধ্যা ৭:৫০ মিনিটে বেলঘড়িয়া স্টেশনে ঢোকে ট্রেনটি । ট্রেনে ওই দুই নাবালককে দেখে সন্দেহ হয় কলেজ পড়ুয়া ওই যুবতির । নাম জিজ্ঞাসা করেন তিনি । তখনই কান্নায় ভেঙে পড়ে ভাই-বোন । তারা জানায়, বাড়ি বড়বাজারের জোড়াবাগান এলাকায় । মা বকাবকি করার ভয়ে পালিয়ে এসেছিল ৷ তারপর বড়বাজার রেলস্টেশনে এসে পৌঁছায় । সেই মুহূর্তে কী করবে বুঝতে পারেনি । তখন প্ল্যাটফর্মে একটি ট্রেন দাঁড়িয়েছিল । সেই ট্রেনে উঠে পড়ে তারা ।

দেখুন ভিডিয়ো

এরপর সেই যুবতি দুই ভাই-বোনকে নিয়ে ব্যারাকপুর স্টেশনে নামে ও GRPS-এ নিয়ে যায় । সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ । প্রশ্ন করা হয় কেন তারা বাড়ি থেকে বেরিয়ে এসেছে । উত্তরে তারা বলে, "স্কুলের রেজাল্ট খারাপ হওয়ায় মা বকাবকি করবে বলে ভয় পেয়েছিলাম । তাই বাড়ি থেকে পালিয়েছি।" পুলিশের তরফে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় । বাবা-মা এসে বারাকপুর GRPS থেকে তাঁদের ছেলে ও মেয়েকে ফিরিয়ে নিয়ে যান । ধন্যবাদ জানান পুলিশ এবং ওই যুবতিকে ।

Last Updated : Dec 11, 2019, 5:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details