পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 22, 2022, 6:57 PM IST

ETV Bharat / state

Cartoon Poster Controversy: শুভেন্দুর কার্টুন পোস্টার নিয়ে ক্ষোভে ফুঁসছে ব্যারাকপুর বিজেপি, দায় এড়াল তৃণমূল

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মতো দেখতে একটি কার্টুন বানিয়ে পোস্টার পড়েছে রাজ্যের বিভিন্ন অংশে ৷ ব্যতিক্রম নয় উত্তর 24 পরগনার ব্যারাকপুর অঞ্চলও ৷ এই নিয়ে ক্ষোভে ফুঁসছেন বিজেপির (BJP) স্থানীয় নেতা-কর্মীরা ৷

Cartoon Poster Controversy
শুভেন্দুর কার্টুন পোস্টার

শুভেন্দুর কার্টুন পোস্টার নিয়ে ক্ষোভে ফুঁসছে ব্যারাকপুর বিজেপি, দায় এড়াল তৃণমূল

ব্যারাকপুর (উত্তর 24 পরগনা), 22 ডিসেম্বর: নিরুদ্দেশ পোস্টারে ছেয়ে গিয়েছে বাংলার বিভিন্ন অংশে ৷ সেই পোস্টারে যে কার্টুনটি (Cartoon Poster) ব্যবহার করা হয়েছে, তা অনেকটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মতো দেখতে ৷ তাই বৃহস্পতিবার সকাল থেকেই এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক ৷ সঙ্গে চলছে তরজাও ৷ কারণ, সর্বত্র ওই পোস্টারের নিচে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের (TMC IT Cell) নাম উল্লেখ করা রয়েছে ৷ তাই এই ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি (BJP) ৷ আবার বিজেপির বিরুদ্ধে এই নিয়ে পালটা তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) দলের নেতারা ৷

উত্তর 24 পরগনার বিধাননগর, ব্যারাকপুর, বেলঘড়িয়া, পানিহাটি-সহ বিভিন্ন এলাকায় এই পোস্টার এদিন সকাল থেকেই দেখা গিয়েছে ৷ এই পোস্টার দেখে ক্ষুব্ধ বিজেপির কর্মীরা ৷ ডানলপ অঞ্চলের কর্মীরা জানালেন যে এটা আসলে বিরোধী দলনেতার চরিত্রহননের চেষ্টা ৷ এর বিরুদ্ধে তাঁরা পুলিশ ও প্রশাসনের দ্বারস্থ হবেন ৷ প্রয়োজনে প্রতিবাদে পথে নামবেন ৷

এই নিয়ে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক আবিষ্কার ভট্টাচার্য পালটা প্রশ্ন তুলেছেন, ‘‘শুভেন্দুদা নিরুদ্দেশ হলে, কাকে দেখা যাচ্ছে ?’’ তিনি পালটা নাম না করে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে (Abhishek Banerjee) নিশানা করেছেন ৷ অভিষেককেই বাংলার রাজনীতিতে দেখা যায় না বলে তিনি পালটা অভিযোগ করেছেন ৷ এদিকে আরেক বিজেপি নেতা জয় সাহা জানান, তৃণমূল কংগ্রেস-সহ প্রত্যেকেরই বিরোধী দলনেতাকে প্রয়োজন ৷ তাই খুঁজে বেড়াচ্ছে ৷

অন্যদিকে তৃণমূলের তরফে গোটা বিষয়টি অস্বীকার করেছে ৷ ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান তৃণমূলের উত্তম দাসের দাবি, এর সঙ্গে ঘাসফুলের আইটি সেলের কোনও সম্পর্ক নেই ৷ এটা বিজেপির কোনও গোষ্ঠীর কাজ ৷ কারণ, শুভেন্দুকে নিয়ে বিজেপির অন্দরেই চরম কোন্দল রয়েছে ৷

আরও পড়ুন:দেখতে গোলগাল-নাদুসনুদুস, নাম না করে শুভেন্দুর বিরুদ্ধে 'নিরুদ্দেশ ক্যাম্পেন' তৃণমূলের আইটি সেলের

ABOUT THE AUTHOR

...view details