পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা মোকাবিলায় তৎপর বারাসত পৌরসভা, ছড়ানো হচ্ছে রাসায়নিক তেল

কোরোনা সংক্রমণ ঠেকানো এখন সবথেকে বড় চ্যালেঞ্জ সরকারের । সংক্রমণ যাতে দ্রুত না ছড়াতে পারে, সেজন্য সাধারণ মানুষকে সচেতন ও সতর্ক করা হচ্ছে রাজ্য সরকারের তরফে । এবার কোরোনার সংক্রমণ ঠেকাতে অলিগলিতেও রাসায়নিক তেল স্প্রে করার কাজে হাত দিল বারাসত পৌরসভা । কাজে নামানো হয়েছে পৌরসভার অস্থায়ী কর্মীদের ।

barasta municipality sanitizing areas by spreading chemical oils
কোরোনা মোকাবিলায় তৎপর বারাসত পৌরসভা, ছড়ানো হচ্ছে রাসায়নিক তেল

By

Published : Mar 30, 2020, 7:41 PM IST

বারাসত , 30 মার্চ : কোরোনা সংক্রমণ রুখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কেন্দ্র সরকার । একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফেও । পাশাপাশি, প্রশাসন ও পৌরসভাও তৎপর হয়েছে এলাকাকে কোরোনা ভাইরাস থেকে মুক্ত করতে । তাই প্রায় প্রতিদিনই নিয়ম করে ওয়াটার ক্যাননের মাধ্যমে বারাসত ও মধ্যমগ্রাম শহরের বিভিন্ন রাস্তায় রাসায়নিক মিশ্রিত জল স্প্রে করা হচ্ছে । এবার কোরোনার সংক্রমণ ঠেকাতে অলিগলিতেও রাসায়নিক তেল স্প্রে করার কাজে হাত দিল বারাসত পৌরসভা । কাজে নামানো হয়েছে পৌরসভার 50 জন অস্থায়ী কর্মীদের । আজ সকাল থেকেই দেখা দেল , পৌরসভার অস্থায়ী কর্মীরা ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে রাসায়নিক তেল স্প্রে করতে ব্যস্ত । পৌরসভার এই উদ্যোগে খুশি বারাসতবাসী ৷

কোরোনা সংক্রমণ ঠেকানো এখন সবথেকে বড় চ্যালেঞ্জ সরকারের । সংক্রমণ যাতে দ্রুত না ছড়াতে পারে, সেজন্য সাধারণ মানুষকে সচেতন ও সতর্ক করা হচ্ছে রাজ্য সরকারের তরফে । মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে এই বিষয়ে তদারকি করছেন । এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার সঙ্গে জীবাণু মুক্ত করার ওপরও জোর দেওয়া হচ্ছে । এতদিন শহর এলাকার বিভিন্ন রাস্তা ও প্রশাসনিক ভবনগুলোতে স্যানিটাইজ়েশন করার কাজ চলছিল । এবার পৌর এলাকার বিভিন্ন অলিগলিতেও এই উদ্যোগ নেওয়া হল ৷ বারাসত পৌরসভার তরফে জানানো হয়েছে, বারাসত পৌরসভার 35 টি ওয়ার্ডেই কোরোনা ভাইরাসের জীবাণু মুক্ত করার কাজ চলবে । প্রতিদিন এক একটি ওয়ার্ড ধরে এই কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে । সেই জন্য পৌরসভার প্রায় 50 জন অস্থায়ী কর্মীকে মাঠে নামানো হয়েছে ৷

এবিষয়ে পৌরবাসীরা বলেন, কোরোনার সংক্রমণ যেভাবে দিনদিন ছড়িয়ে পড়ছে , এলাকা জীবাণু মুক্ত করা অত্যন্ত জরুরি । এতে পৌরসভার প্রতি আস্থাও বাড়বে সাধারণ মানুষের ৷ তবে এই যুদ্ধে শুধুমাত্র প্রশাসন কিংবা পৌরসভা এগিয়ে আসলেই হবে না, সাধারণ মানুষকে আরও সচেতন ও সতর্ক হতে হবে ৷ এবিষয়ে বারাসত পৌরসভার পৌরপ্রধান সুনীল মুখোপাধ্যায় বলেন, "সংক্রমণ রুখতে আমরা সাধ্যমতো চেষ্টা করছি । মাইকে প্রচার করা থেকে সাধারণ মানুষকে সচেতন ও সতর্ক করা সবকিছু চলছে নিয়মিতভাবে । সাধারণ মানুষের সহযোগিতায় আমরা কোরোনা যুদ্ধে জয়লাভ করবই ৷ "

ABOUT THE AUTHOR

...view details