পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Derogatory Comment Against Suvendu: 'সন্তানের বাবা হয়ে দেখা... !' শুভেন্দুকে নিয়ে আপত্তিকর পোস্ট তৃণমূল কাউন্সিলারের - Derogatory Comment Against Suvendu

শুভেন্দু অধিকারীকে (Derogatory Comment Against Suvendu) নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করে বিতর্কে জড়ালেন বারাসতের (North 24 Parganas News) তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার । এই নিয়ে নিন্দার ঝড় উঠেছে নানা মহলে ৷

TMC councillor and Suvendu ETV Bharat
শুভেন্দুকে আক্রমণ তৃণমূল কাউন্সিলরের

By

Published : Feb 16, 2023, 5:16 PM IST

Updated : Feb 16, 2023, 6:10 PM IST

শুভেন্দুকে নিয়ে আপত্তিকর পোস্ট তৃণমূল কাউন্সিলারের

বারাসত, 16 ফেব্রুয়ারি: রাজ্যের বিরোধী দলনেতা ও একসময়ের সতীর্থ শুভেন্দু অধিকারী (Derogatory Comment Against Suvendu) সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারের । যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে উত্তর 24 পরগনার জেলা সদর বারাসতে ।

নিজের ফেসবুক প্রোফাইল থেকেই শাসক দলের এই কাউন্সিলর পোস্ট করেছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতা তথা অধিকারী পরিবারের মেজো ছেলে শুভেন্দুকে (Suvendu Adhikari News) নিয়ে । সেখানে তিনি রাজ্যের বিরোধী দলনেতা সম্পর্কে ব‍্যক্তিগত এবং কুরুচিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ । যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে ।

দীর্ঘদিন ধরেই শাসক দলের রাজনীতির সঙ্গে যুক্ত মিলন সর্দার । বর্তমানে তিনি বারাসত (North 24 Parganas News) পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর । এর আগে অবশ্য পৌরসভার 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি । সংরক্ষণের কারণে পুরনো ওয়ার্ড ছেড়ে তাঁকে যেতে হয় পাশের 2 নম্বর ওয়ার্ডে ।সেখান থেকেই তৃণমূলের প্রতীকে জিতে কাউন্সিলর হন মিলন ।

শুভেন্দুকে ব্যক্তিগত আক্রমণ: সেই তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারের বিরুদ্ধে এ বার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে কুরুচিকর এবং ব‍্যক্তিগত আক্রমণ করার অভিযোগ উঠেছে । তাও আবার সোশ্যাল মিডিয়ায় । ফেসবুক পোস্টে মিলন লিখেছেন, "শুভেন্দু স্বপ্ন দেখছেন, বাংলায় বিজেপি সরকার গড়বে ৷" এরপরই পোস্টের শেষদিকে জুড়ে দেওয়া হয়েছে অশ্লীল কিছু কুরুচিকর শব্দ । সেখানে শুভেন্দুর উদ্দেশে লেখা হয়, "আগে বিয়ে করে, সন্তানের বাবা হয়ে দেখা । তারপর ও সব নিয়ে ভাববি ৷"

এই সেই আপত্তিকর পোস্ট

যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে । পোস্টটি করা হয় গতকাল অর্থাৎ বুধবার রাত আটটা নাগাদ । তারপর কেটে গিয়েছে বেশ কয়েক ঘণ্টা ৷ কিন্তু, তাতেও যেন হেলদোল নেই মিলনের । বিতর্কের পরও নিজের ফেসবুক প্রোফাইল থেকে শুভেন্দুকে নিয়ে আপত্তিকর পোস্ট ডিলিট করেননি তৃণমূল কাউন্সিলর । সোশ্যাল মিডিয়ায় এখনও জ্বলজ্বল করছে তাঁর সেই বিতর্কিত পোস্টটি । যা ঘিরেই এখন উত্তাল রাজ‍্য রাজনীতি ।

আরও পড়ুন:সুব্রতকে নিয়ে রূপার ফেসবুক পোস্টের পাল্টা কুকথা অনুব্রতর

সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তৃণমূল কাউন্সিলর: সোশ্যাল মিডিয়ায় বরাবর সক্রিয় শাসক দলের এই কাউন্সিলর । তা তাঁর ফেসবুক প্রোফাইল থেকেই স্পষ্ট বোঝা যায় । কখনও সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এস আবদুল নাজিরের রাজ‍্যপাল হওয়া নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায় । আবার কখনও দলের বিক্ষুব্ধদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতেও সোশ্যাল মিডিয়ায় সরব হতে দেখা গিয়েছে তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারকে । এ বার সোশ্যাল মিডিয়ায় সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে বিতর্কে জড়িয়েছেন শাসক দলের এই কাউন্সিলর ।

প্রতিক্রিয়া জানতে চাওয়ায় ক্ষোভ প্রকাশ: এই বিষয়ে মিলন সর্দারের প্রতিক্রিয়া নিতে বারাসত পৌরসভায় যাওয়া হয় । কিন্তু, সেখানে তিনি হম্বিতম্বি করতে শুরু করেন ইটিভি ভারতের প্রতিনিধির সামনে । রীতিমতো হুঁশিয়ারির সুরে বলতে থাকেন, "যা করেছি, বেশ করেছি । পোস্টের জন্য আবার প্রতিক্রিয়া দিতে হবে নাকি !"

সুষ্ঠু রাজনৈতিক বাতাবরণের পক্ষে সওয়াল পৌরসভার চেয়ারম্যানের: অভিযুক্ত কাউন্সিলরের প্রতিক্রিয়া না মিললেও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বারাসত পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা অশনি মুখোপাধ্যায় । তিনি বলেন, "জানি না উনি ঠিক কী পোস্ট করেছেন । তবে, এটুকু বলব, সুষ্ঠু রাজনৈতিক বাতাবরণ থাকা উচিত । রাজনীতিতে এমন মন্তব্য করা উচিত নয়, যেটা পশ্চিমবঙ্গের সংস্কৃতির বিরুদ্ধে । সুস্থ সমালোচনা করা ভালো । কিন্তু কুরুচিকর মন্তব্য করলে রাজনৈতিক প্রেক্ষাপটে খারাপ বার্তা যায় । তাই যদি এ রকম কিছু পোস্ট করা হয়ে থাকে, তা একেবারে সমর্থনযোগ্য নয় ৷"

কড়া নিন্দা বিজেপির: এ দিকে, বিষয়টি নিয়ে তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারকে কড়া আক্রমণ করেছে গেরুয়া শিবির । এই বিষয়ে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র বলেন, "এটা রুচির বিষয় । বিষয়টি অত‍্যন্ত নিন্দনীয় । আপনারা নিশ্চয় জানেন, অভিষেক বন্দোপাধ্যায়ের চশমার দাম নিয়ে প্রশ্ন করায় জেলা ডিআইবি-র ইন্সপেক্টর আশিস বটব‍্যালকে প্রশাসনের কোপের মুখে পড়তে হয়েছিল । তাঁকে 24 ঘণ্টার মধ্যেই সাসপেন্ড করেছিল জেলা পুলিশ প্রশাসন । এ ক্ষেত্রে আমরা আশা করব, পুলিশ প্রশাসন স্বতঃপ্রণোদিত হয়ে ওই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে । আর তা যদি না হয়ে থাকে, আমরা তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব বলে ঠিক করেছি ৷"

Last Updated : Feb 16, 2023, 6:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details