বারাসত (উত্তর 24 পরগনা), 20 ফেব্রুয়ারি: নিয়োগ দুর্নীতির (Bengal Recruitment Scam) তদন্ত যত এগোচ্ছে ততই নিত্যনতুন তথ্য উঠে আসছে সিবিআইয়ের (CBI) হাতে । গত কয়েকদিনে একের পর এক এজেন্টের গ্রেফতারের ঘটনাও এসেছে সামনে । তারই মধ্যে এবার নিয়োগ দুর্নীতিতে ধৃত শাহিদ ইমামের স্ত্রী সোনামণির সঙ্গে বারাসতের তৃণমূল কাউন্সিলর (TMC Councillor) তথা পৌর পারিষদ সৌমেন আচার্যের ছবি নিয়ে হইচই পড়ে গিয়েছে ৷
নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের (CBI Arrests Tapas Mondal) সঙ্গেও শাসকদলের এই কাউন্সিলরের যোগাযোগ ছিল বলে অভিযোগ উঠেছে ৷ প্রশ্ন উঠছে, তাহলে কি শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে তৃণমূলের এই কাউন্সিলরেরও কি যোগ রয়েছে ? ছবির সত্যতা মেনে নিলেও তাপস মণ্ডলের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই বলে দাবি করেছেন তৃণমূল কাউন্সিলর সৌমেন আচার্য ।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে আগেই যোগ মিলেছিল বারাসতের । তদন্ত করতে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ধৃত মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের ভূমিকা ছিল সিবিআইয়ের স্ক্যানারে । এই তাপস মণ্ডলের বাড়িও বারাসতে । তাঁকে একাধিকবার সিবিআইয়ের জেরায় মুখে পড়তে হয়েছিল । এই দুর্নীতির দায় নিজের ঘাড় থেকে সে ঝেড়ে ফেলতে চাইলেও তাতে অবশ্য শেষরক্ষা হয়নি মানিক ঘনিষ্ঠ তাপসের । নিয়োগ দুর্নীতির সঙ্গে তাঁর সরাসরি যোগসূত্র মেলায় নিজাম প্যালেসে দীর্ঘ জেরার পর অবশেষে গ্রেফতার করা হয় তাপস মণ্ডলকে ।
তাপসের গ্রেফতারের ঠিক দু'দিন আগেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের হাতে ধরা পড়েন আরও এক এজেন্ট শাহিদ ইমাম । যাঁর শ্বশুরবাড়িও এই বারাসতে। পৌরসভার (Barasat Municipality) 22 নম্বর ওয়ার্ডের মধুমুরালি এলাকায় প্রাসাদতম বাড়ি শাহিদের স্ত্রী সোনামণির । আবার পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের যশোর রোডের পাশে হাটখোলাতে একটি পার্লারও রয়েছে তাঁর । অভিযোগ, ওই বাড়ি নির্মাণ ও এই পার্লার তৈরির ক্ষেত্রে শাহিদ ইমামের বড়সড় ভূমিকা রয়েছে । নিয়োগ দুর্নীতির টাকায় তা হয়ে থাকতে পারে বলে ধারণা অনেকের ।
এসবের মধ্যেই এবার শাহিদের স্ত্রী সোনামণি ও তৃণমূল কাউন্সিলর সৌমেন আচার্যের একসঙ্গে ছবি প্রকাশ্যে চলে আসায় শোরগোল পড়ে গিয়েছে উত্তর 24 পরগনার (North 24 Parganas) জেলা সদর বারাসতে । সূত্রের খবর, শাহিদের স্ত্রীর পার্লারে নিয়মিত যাতায়াত ছিল সৌমেনের ৷ পার্লার উদ্বোধনেও তাঁকে দেখা গিয়েছিল । সেই সমস্ত ছবিই এখন সামনে শুরু করেছে । বিষয়টি কোনোভাবেই অস্বীকার করেছেন না সৌমেন আচার্য ৷ তিনি বলেন, "ও আমার পাড়ার মেয়ে । ও (সোনামণি)-র বাবার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক । সেই সুবাদেই ওকে চিনি । বিউটি পার্লার উদ্বোধনের জন্য ডেকেছিল । তাই সেখানে গিয়েছিলাম । ছবি থাকা মানেই কেউ অপরাধী নয় ।’’