বারাসত, 19 অগস্ট : আফগানিস্তানে আটকে পড়েছেন বহু ভারতীয় । যাঁরা একসময় কাজের তাগিদে পাড়ি দিয়েছিলেন কাবুলিওয়ালার দেশে । কিন্তু তালিবানি শাসন শুরু হতেই সেখানকার কর্মস্থলে আটকে গিয়েছেন তাঁরা । যে কোনও উপায়ে এখন সেখান থেকে দেশে ফিরতে মরিয়া আটকে পড়া ভারতীয়রা । এদের মধ্যে বেশ কয়েকজন বঙ্গসন্তানও রয়েছেন । উত্তর 24 পরগনার বারাসত এবং বনগাঁর সাত যুবকের খোঁজ মিলেছে, যাঁরা কাজের তাগিদে আফগানিস্তানে গিয়ে আটকে রয়েছেন। তাঁদেরই একজন বারাসতের বাসিন্দা শুভঙ্কর তালুকদার । ফলে ছেলের চিন্তায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে বাবা-মায়ের ।
বারাসতের ন'পাড়ার বাসিন্দা শুভঙ্করের বাবা স্বপন তালুকদার চাকুরিরত । মা বলানীদেবী গৃহবধূ । দম্পতির একমাত্র সন্তান শুভঙ্কর । প্রায় চারমাস আগে কাজের সুবাদে আফগানিস্তানে পাড়ি দিতে হয়েছিল তাঁকে । কাবুলে আমেরিকার একটি সংস্থার হয়ে ক্যাটারিংয়ের কাজ করতেন শুভঙ্কর । সবকিছু ঠিকঠাকই চলছিল । হঠাৎই ছন্দপতন ঘটে আফগানিস্তান তালিবানদের দখলের পর । গত কয়েকদিন ধরে তালিবান জঙ্গিদের ত্রাসে ত্রস্ত গোটা আফগানিস্তান । পরিস্থিতির আভাস পেয়ে আগেই সেদেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হন অনেক ভারতীয় । আবার অনেকে আফগানিস্তানেই আটকে পড়েছেন । শুভঙ্করও রয়েছেন সেই দলে । আপাতত আমেরিকান সৈনিকদের নিরাপত্তায় কাবুলের বেস ক্যাম্পে নিরাপদেই রয়েছেন তিনি । তবে পরিস্থিতি যে ক্রমশ ভয়াবহতার দিকে এগোচ্ছে,তা বিলক্ষণ বুঝতে পারছেন শুভঙ্করের মতো আফগানিস্তানে আটকে পড়া অনেক ভারতীয়ই ।