Barasat Railway Gate Flyover বারাসত, 16 ডিসেম্বর: বিপজ্জনক উড়ালপুলে যে কোনও সময় ঘটতে পারে দুর্ঘটনা! সংস্কারের জন্য একমাস বন্ধ থাকবে বেহাল বারাসত উড়ালপুল (Barasat Railway Gate Flyover) । যানজট কাটাতে বিকল্প পথ প্রশাসনের।
প্রশাসন সূত্রে খবর, সিদ্ধান্ত নেওয়ার আগে জেলা প্রশাসনের কর্তারা পৌরসভা,পূর্ত দফতর-সহ অটো-বাস ইউনিয়নের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। পর্যায়ক্রমে বৈঠকের পর জেলার সদর শহরের গুরুত্বপূর্ণ এই উড়ালপুল সংস্কার করতে উদ্যোগী হন প্রশাসনের কর্তারা। ঠিক হয়েছে একমাস বন্ধ (Flyover Will Be Closed For One Month) রেখে বারাসত উড়ালপুলের রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করা হবে। কলোনি মোড় থেকে চাঁপাডালি মোড় পর্যন্ত বিস্তৃত এই উড়ালপুল দীর্ঘ সময় বন্ধ থাকলে যানজটেরও আশঙ্কা রয়েছে।
সেই কথা মাথায় রেখে বারাসত উড়ালপুলে যাতায়াত করা তিনটি বাস রুটের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত হয়েছে কলোনী মোড় থেকে চাঁপাডালি মোড় পর্যন্ত অটো রুটের যাত্রাপথও। প্রচারের মাধ্যমে বিকল্প রুট সম্পর্কে অবগত করা হচ্ছে সাধারণ মানুষকে। যাতে তাঁদের অসুবিধার সন্মুখীন হতে না-হয়।
আরও পড়ুন:ধুলো আর বিষ্ঠায় ঢাকছে মনীষীদের মূর্তি ! ক্ষুব্ধ বারাসত
শহরকে যানজট মুক্ত করতে বাম আমলে তৈরি হয়েছিল বারাসত উড়ালপুলটি। 12 নম্বর রেলগেটের ওপর অবস্থিত এই উড়ালপুল যথেষ্ট গুরুত্বপূর্ণ শহরবাসীর কাছে। কারণ এটি শহরের একপ্রান্ত কলোনি মোড়ের সঙ্গে অপরপ্রান্ত চাঁপাডালি মোড়ের মধ্যে সংযোগ স্থাপন করেছে। শুধু তাই নয়, 34 এবং 35 নম্বর জাতীয় সড়কের সংযোগকারী ব্রিজও বটে এটি। এরকম একটি গুরুত্বপূর্ণ উড়ালপুল দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। কার্যত ঝুঁকি নিয়েই বিপজ্জনক এই ব্রিজ দিয়ে যাতায়াত চলছে একের পর এক গাড়ির। প্রাণ হাতে পারাপার করছেন পথচারীও। ফলে, দুর্ঘটনার আশঙ্কা রয়েই গিয়েছে।
সূত্রের খবর, বারাসত উড়ালপুলের বেশ কয়েকটি পিলার এবং তার জয়েন্টে ত্রুটি ধরা পড়েছে। ফাটল ধরেছে উড়ালপুলের রেলিংয়ের বেশকিছু অংশেও। তার জেরে আতঙ্ক এবং আশঙ্কা আরও বেড়েছে উড়ালপুলের নীচের ব্যবসায়ীদের মধ্যেও। তাই পূর্ত দফতর একমাস ধরে এই সংস্কারের কাজ করবে বলে জানা গিয়েছে। অন্যদিকে, দেরি হলেও প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলেই।
তপন সাহা নামে এক ব্যবসায়ী বলেন, "সুবিধা হলেও প্রশাসনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। আমরা প্রশাসনকে সবসময় সহযোগিতা করতে প্রস্তুত। সকলের নিরাপত্তার জন্যই এই উড়ালপুল সংস্কার হওয়া জরুরি।" একই সুর শোনা গিয়েছে অনাথ দেবনাথ নামে অপর এক ব্যবসায়ীর গলাতেও। তাঁর কথায়, "উড়ালপুল সংস্কার হলে আর আতঙ্কের মধ্যে দিন কাটাতে হবে না তাঁদের। গাড়ি চালক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই নিরাপত্তা বোধ করবে। আমরা খুশি প্রশাসনের এই উদ্যোগে"।
আরও পড়ুন:বেআইনি কাজে বারাসত আরটিও কর্মীদের উপর চাপ ! কাঠগড়ায় তৃণমূল নেতা
বিষয়টি নিয়ে বারাসত পৌরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় বলেন, "এটা একেবারে জেলা প্রশাসনের ব্যাপার। আমরা প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে সিদ্ধান্ত কার্যকর করতে প্রস্তুত রয়েছি। কাজ শুরু হলে ব্যারাকপুর,নৈহাটি এবং বড় জাগুলি এই তিনটি রুটের বাস আর চাঁপাডালি বাসস্ট্যান্ড থেকে ছাড়বে না। পরিবর্তে 87 ও 85 এই দু'টি রুটের বাস ময়না চেকপোস্টের এসপি অফিসের বিপরীতে দাঁড়াবে। হেলাবটতলা থেকে যাত্রী নিয়ে দু'টি করে বাস ছাড়বে বড় জাগুলি এবং নৈহাটির উদ্দেশ্যে।
তিনি আরও বলেন, "অপরদিকে 81 রুটের বাস ছাড়বে ফায়ার বিগ্রেড সংলগ্ন জাগৃতি ক্লাবের মাঠের সামনে থেকে। কলোনি মোড় থেকে চাঁপাডালি রুটের অটো স্থানীয় অটো রুটের সঙ্গে সামঞ্জস্য রেখে চলবে। চাঁপাডালির দিকে আসা যাবতীয় গাড়ি বারাসতের দিকে না-ঢুকে তারা ব্যবহার করবে অশোকনগর বাইপাস রাস্তা। যানজট কাটাতে এখনও পর্যন্ত এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" অন্যদিকে, এই বিষয়ে বারাসত সদরের মহকুমাশাসক সোমা সাউ বলেন, "ব্রিজের সংস্কার করা জরুরি হয়ে উঠেছিল। সেই কারণেই একমাস ধরে পিডব্লিউডি এই উড়ালপুল সংস্কারের কাজ করবে। যানজট সামলাতে পুলিশ যাবতীয় পদক্ষেপ নিচ্ছে।"
আরও পড়ুন:অভিষেককে নিয়ে বিতর্কিত পোস্ট, বরখাস্ত পুলিশ অফিসারকে নিয়ে সামনে এল নয়া তথ্য